حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
-“হযরত ইবনে উমর (رضي الله عنه) বলেন, রাসূলে পাক ( ﷺ) বলেছেন: যে জাতির সাথে সাদৃশ্য থাকবে সে তাদেরই অন্তর্ভূক্ত হবে।” ৩০৩০, সুনানে আবী দাউদ, হাদিস নং ৪০৩১; মুছান্নাফে ইবনে আবী শায়বাহ, হাদিস নং ৩৩০১৬; ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৮৩২৭ হুজাইফা রা: এর সূত্রে; মুসনাদে বাজ্জার, হাদিস নং ২৯৬৬; ইমাম তাবারানী: মুসনাদে শামেঈন, হাদিস নং ১৮৬২; হাফিজ ইবনে কাছির: জামেউল মাসানিদ ওয়াস সুনান, হাদিস নং ২৩১৫;
এই হাদিস সম্পর্কে হাফিজুল হাদিস, ইমাম ইবনু হাজার আসকালানী ( رَحْمَةُ الله عليه) ও ইবনে তাইমিয়া এর অভিমত,
قال ابن تيمية: سنده جيد وقال ابن حجر في الفتح: سنده حسن.
-“ইবনে তাইমিয়া বলেন: এর সনদ অতিউত্তম। হাফিজ ইবনু হাজার ‘ফাতহুল বারী’ গ্রন্থে বলেন: এর সনদ হাছান।” ৩১৩১, আল্লামা ছানআনী: আত তানভীর ফি শরহে জামেইছ ছাগীর, হাদিস নং ৮৫৭৪; আল্লামা মানাভী: ফায়জুল কাদীর, ৬ষ্ঠ খন্ড, ১০৪ পৃ:;
হাফিজুল হাদিস, ইমাম ইবনু হাজার আসকালানী ( رَحْمَةُ الله عليه) বলেন:
قُلْتُ أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِسَنَدٍ حَسَنٍ -“আমি বলি ইমাম আবু দাউদ হাছান সনদে বর্ণনা করেছেন।” ৩২৩২, ইমাম আসকালানী: ফাতহুল বারী শরহে বুখারী, ১০ম খন্ড, ২৭১ পৃ:;
এই হাদিস সম্পর্কে হাফিজুল হাদিস, ইমাম ইরাকী ( رَحْمَةُ الله عليه) বলেন,
قال العراقي: رواه أبو داود من حديث ابن عمر بسند صحيح
-“হাফিজ ইরাকী বলেন: ইমাম আবু দাউদ ইহা বর্ণনা করেছেন এবং ইবনে উমর (رضي الله عنه) এর হাদিস ছহীহ্।”৩৩৩৩, তাখরিজু আহাদিসু এহইয়ায়ে উলুমুদ্দিন, হাদিস নং ৭৫৭;
এই হাদিস সম্পর্কে ইমাম বুয়ূছিরী ( رَحْمَةُ الله عليه) বলেন,
وَسَكَتَ عَلَيْهِ فَهُوَ عِنْدَهُ حَدِيثٌ صَالِحٌ لِلْعَمَلِ به والاحتجاج بِهِ.
-“ইমাম আবু দাউদ এই হাদিসের ব্যাপারে চুপ থেকেছেন কেননা তার কাছে ইহা গ্রহণযোগ্য এবং আমলের বিষয়ে নির্ভরযোগ্য।” ৩৪৩৪, ইত্তেহাফুল খাইরাতুল মিহরাত, হাদিস নং ৩৯৮১;
وَصَححهُ ابْن حبَان. -“ইমাম ইবনে হিব্বান ( رَحْمَةُ الله عليه) এই হাদিসকে ছহীহ্ বলেছেন।” ৩৫৩৫, আসানিল মাতালিক ফি আহাদিছি মুখতালিফিল মারাতিব, হাদিস নং ১৩৭৭;