জিজ্ঞাসা–১০৯: অনেক সময় imo,whatsap,viber,messenger ইত্যাদিতে অনেকে সালাম পাঠায়। যার সবগুলোর উত্তর লিখে দেয়া বিরক্তিকর। আমার প্রশ্ন হল, এসব সালামের উত্তর না লিখে শুধু মুখে বলে দিলে চলবে কিনা?—anzerkhan61@gmail.com
জবাব: সালামের উত্তর দেয় আবশ্যক। কারণ, আল্লাহ্ তা‘আলা বলেন,
وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآ আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে। অথবা জবাবে তাই দেবে। (সূরা আন নিসা ৮৬)
তবে লিখিত সালামের জবাব লিখেও দেওয়া যায় আবার মুখে উচ্চারণ করেও দেওয়া যায়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি চাইলে জবাব লিখেও পাঠাতে পারেন অথবা বারবার লিখে পাঠানো আপনার জন্য কষ্টদায়ক মনে হলে নিজে নিজে মুখে জবাব দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে মৌখিক জবাব তাকে শুনিয়ে দেওয়া জরুরি নয় এবং সালামের জবাবের জন্য তাকে পাল্টা উত্তর লেখা কিংবা ফোন করে জানানো কোনোটিই জরুরি নয়। বরং একাকী মুখে জবাব দিয়ে দিলেই হবে।(ফয়যুল কাদীর ৪/৩১; রদ্দুল মুহতার ৬/৪১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী






Users Today : 330
Users Yesterday : 767
This Month : 14752
This Year : 186623
Total Users : 302486
Views Today : 33214
Total views : 3609957