মুত্রপাথরী ও পেশাব বন্ধের আমল

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হজরত  আবুদ্দারদা  (رضي الله عنه)  থেকে বর্ণিত আছে,  তার কাছে এক লোক এসে বললো,  তার পিতা মূত্রপাথরী রোগে আক্রান্ত।  তাঁর পেশাব বন্ধ হয়ে গেছে। হজরত আবুদ্দারদা (رضي الله عنه) তাকে রসুলেপাক (ﷺ) থেকে যে দোয়া শিখেছিলেন, তাই পড়ার জন্য বলে দিলেন। আবু দাউদ শরীফে বলা হয়েছে, এই দোয়া সমস্ত রোগ ব্যাধির ক্ষেত্রেই পাঠ করা যায়। সেই লোকটি হজরত আবুদ্দারদা (رضي الله عنه) এর কথা মতো আমল করে সুস্থ হয়ে গিয়েছিলো। দোয়াটি এই

رَﺑﱡﻨَﺎ اﷲُ اﻟﱠﺬِيْ ﻓِﻲ اﻟﺴﱠﻤَﺎءِ   ﺗَﻘَﺪﱠسَ اﺳْﻤُﻚَ وَاَﻣْﺮُكَ ﻓِﻲ اﻟﺴﱠﻤَﺎءِ

وَاﻟْﺎَرْضِ ﻛَﻤَﺎ  رَﺣْﻤَﺘُﻚَ ﻓِﻲ اﻟﺴﱠﻤَﺎءِ  ﻓَﺎﺟْﻌَﻞْ رَﺣْﻤَﺘَﻚَ ﻓِﻲ اﻟْﺎَرْضِ

وَاﻏْﻔِﺮَْﻟﻨَﺎ    َُْذُﻧﻮﺑﻨَﺎ    َوَﺧﻄَﺎﯾَﺎﻧَﺎ اَﻧْﺖَ رَبﱡ    ِﱢََُْاﻟﻤﺘﻄﯿﺒﯿْﻦَ اَﻧْ ِﺰلْ ﺷِﻔَﺎءَ ﻣِﻦْ

ََﺷِﻔﺎءكَ    ََْوَرﺣﻤﺔٌ ﻣﱢﻦْ    َِْرَﺣﻤﺘﻚَ ﻋَﻠﻲ    َھَﺬا    َْْاﻟﻮﺟﻊِ    ُْﻓَﯿﺒﺮِ  ْي –

➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment