❏ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনে মাজাহ্, বায়হাকী ও আবু নঈম (رحمة الله) হযরত ওয়ায়েল ইবনে হুজর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, একদা রাসূল (ﷺ) এর সামনে পানি ভর্তি বালতি পেশ করা হল। তিনি তা থেকে পান করলেন এবং বাকী পানি একটি কূপে নিক্ষেপ করলেন অথবা তিনি কুলি করে কুলির পানি কূপে নিক্ষেপ করলেন। তখন সেই কূপ থেকে মেশকের ন্যায় সুগন্ধি আসতে লাগল। কূপের পানি সুস্বাধু হওয়া। আবু নঈম (رحمة الله) হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, নবী করিম – একদা তার ঘরের কূপে থু থু নিক্ষেপ করেন ফলে منها اعذب بئر بالمدينة يكن فلم অর্থাৎ মদীনা শরীফে এই কূপের চেয়ে বেশী সুস্বাধু পানির কোন কূপ ছিলনা। ৪২১
_____________________________
৪২১. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:১০৫]




Users Today : 149
Users Yesterday : 767
This Month : 14571
This Year : 186442
Total Users : 302305
Views Today : 1614
Total views : 3578357