মিলাদ শরীফ কী বিদাত ?
মিলাদ শরীফ বিশ্লেষণ
করলে আমরা ৪ টা জিনিস পায়
। ১. দরুদ শরীফ । ২.নাত
শরীফ ৩. যিকির শরীফ। ৪.
রাসূল (দ,) এর দুনিয়াতে আগমনের মুহূর্তকে স্বরন করে তার সম্মানে দাঁড়ানো।দরুদ শরিফ আর জিকির শরিফ সম্পর্কে তো কারো আপত্তি থাকতে পারেনা।
আর নাত শরিফতো রাসূল (দ,) খুব ভালবাসতেন. তিনি হযরতহাসসান বিন সাবিত (র) এর নাত শুনে তাকে শায়েরে রাসূল উপাধি প্রদান করেন ।
সুবাহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা মিলাদের ৪ টা বিষয় এর মাঝে ৩ টা (দরুদ, জিকির, নাত) তো রাসূল (দ,) এর সময় ছিল তা নিয়ে কারো দ্বিমত নাই .এখন দেখি ৪
নাম্বারটা ( রাসূল দ, এর সম্মানে দাঁড়ানো) তখন ছিল কিনা। ১, মিশকাত শরিফের কিতাবুল জিহাদে বুখারী শরিফের একটা হাদীস….যখন হযরত স্বাদ বিন মুয়ায (র) বনু কুরাইজা গোত্রের সাথে চুক্তি সম্পাদন করে মদীনা শরিফে আসলেন তখন রাসূল (দ,) আনসারদের বললেন তোমরা তোমাদের নেতার সম্মানে দাঁড়িয়ে যাও”. ২.
মিশকাত শরিফের কিতাবুল
আদাবে পৃষ্ঠাআবু দাউদ শরিফের হাদীস.. “হযরত
আয়েশা সিদ্দিকা (র)
হতে বর্ণিত , যখন রাসূল (দ,)
হযরত ফাতিমা (র) এর
ঘরেপ্রবেশ করতেন তখন
তিনি রাসূল (দ) এর সম্মানে দাঁড়িয়ে যেতেন ,
তারপর তার হাত ধরে চুমু
খেতেন তারপর তাকে তার
বিছানাই বসাতেন”. ৩,
তিরমিযী শরিফের
একটা হাদীস ” যখন রাসূল (দ,) ইন্তেকাল করেন তখন
সাহাবা গন জামাত
সহকারে রাসূল (দ) এ
ঘরেতাকে সামনে রেখে দাঁড়িয়ে দরুদ
শরিফ পাঠ করেন ,তারপর
মহিলারা তারপর ছোট বাচ্ছারা জামাত
সহকারে দাঁড়িয়ে দরুদ শরিফ
পাঠ করেন।” কারণ রাসূল (দ,)
এর কোন জানাযা হয়নি।
উপরের হাদীস
গুলো দারা কোনো সন্দেহ ছাড়া প্রমান হয়
যে দাঁড়িয়ে দরুদ
পড়া বা রাসূল (দ) এর
সম্মানে দাঁড়ানো সাহাবাদের
সুন্নাত। এছারা জানাযার
নামাজে, জুমার ২ খুতবাই, বক্তৃতার
শুরুতে তো দাঁড়িয়ে দরুদ
পরে এমনকি যারা মিলাদের
বিরোধীতা করে ওয়াহাবীআলেমরা ,
জাকির নায়েক সবাই
দাঁড়িয়ে দরুদ পরে কিন্তু গর্দভ
রা তা উপলদ্ধি করতে পারেনা।
সুতরাং প্রমাণিত
হলো মিলাদের৪ টা বিষয়
(দরুদ, নাত, যিকির ,কিয়াম)
রাসূল (দ) এর সময় ছিল তাই মিলাদ বিদাত নই।
তথা (দরুদ, নাত,
যিকির,কিয়াম) ৪ টা আমলের
সমাহার হল মিলাদ
শরিফ,যদিও তর্কের
খাতিরে বিদাত ধরি তবুও তা হবেবিদাতে হাসানা কারণ
তাতে নিষিদ্ধ কিছু নাই
এবং তা হাদীস
দারাপ্রমাণিত। আল্লাহ
তায়ালা বাকি ৭২
ফির্কাকে বোঝার শক্তিদান করুক আমিন।
মিলাদ শরীফ কী বিদাত ?
পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।





Users Today : 796
Users Yesterday : 1502
This Month : 10048
This Year : 149525
Total Users : 265388
Views Today : 3322
Total views : 3215435