পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
আসিলো বসন্ত ফুটিছে ফুল
গোলাপ শিউলী বকুল,
রংধনু উঠিলো মন আকাশে
প্রেমও গানে বুলবুল।
আকাশে বাতাসে যেদিক চায়
আগমনের বার্তা ছড়ায়,
মাহে নুরের এস্তেকবালে
হারায় মন অজানায়।
আতর গোলাপ জল কাস্তুরি
যত বাহার গন্ধময়,
আপন সুবাস ছড়িয়ে ছড়িয়ে
কাহার বার্তা যে কয়।
মুমিন হৃদয়ে খুশির জোয়ার
আনন্দে পাগল পারা,
কোন সে আগমনে আজি
মেতেছে জগৎ সারা।
চন্দ্র সূর্য তারকা সকল
আপন সুখে দোলে,
জ্বীন মানব ও সৃষ্টি সকল
আজ একি ধ্বনী তোলে।
দেখে যা সখি আকাশে কি
উঁকি দিয়ে সে যায়,
বাঁকা মুখের হাসি দিয়ে
কিসের বার্তা দেয়?
দরুদ পড়ো সালাম পড়ো
মিলাদ করো ঘরে,
মুনিবের আগমনের খুশি
জানাও ভূবণ ঘুরে।
ওয়াকিজ হৃদয় খুলে বলি
মারহাবা ইয়া মুস্তাফা,
সকলে আজি ধ্বনী তোলো
মারহাবা ইয়া মুস্তাফা।