বেলাল যখন অমুসলিম তখন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে বেলালের ঘরে গিয়ে চাক্কি’তে গম পিষে দিয়েছেন। অসুস্থ বেলালের জন্য দুধ-খেজুর নিয়ে গেছেন।
বুড়ি! যে কি-না মুহাম্মদকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জাদুকর হিসেবে জানত, তার জিনিসপত্রের বোঝা যে নবী বয়ে দিয়ে এসেছেন গন্তব্যস্থল পর্যন্ত।
বস্ত্রহীন মায়ের জন্য পোশাক চাইতে গিয়ে যখন নিজ আত্মীয়রা তাড়িয়ে দিচ্ছিল, তখন ভিন্ন ধর্মের প্রচারক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রহমতের চাদর মোবারক শরীর থেকে খুলে দিয়েছিলেন সেই মায়ের জন্য!
ইহুদি ব্যক্তির মৃতদেহের জানাজা নিয়ে যাওয়া দেখে, যে নবী আপন চোখের পানি ঝরিয়েছেন! গোটা জগতের জন্য যাকে রহমত স্বরুপ প্রেরণ করা হয়েছে।
সেই নবীর উম্মত’কে আজ— তোমার মানবতা শিখাতে হবে না। ওয়াল্লাহি! আমার ইসলামের চেয়ে বেশি মানবতা পৃথিবীর কোনো ধর্ম শিখাতে পারবে না। আমার হুজুরে পাক, মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উৎকৃষ্ট উদাহরণ।