মনের আশা রইল মনে পূরণ হলনা

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

মনের আশা রইল মনে পূরণ হলনা।

আমার এই মনেতে আশার পাহাড় যাব মদিনা ।

আসেনা ঘুম দুই চোখেতে যেন জোনাকী।

সে আশার জোয়ার এই মনেতে কেমনে রাখি।

সে ব্যথার জোয়ার এই বুকেতে আর সহেনা।

কতজন যায় আসে যায় আমি দিতে থাকি পাহারা

কেঁদে কেঁদে এই নয়নে, হল ঝর্ণাধারা

সেই ঝর্ণায় ঐ মদিনার প্রেম ভাবনা

আশার জ্বালা বড় জ্বালা বুঝিনিতাে আগে

বুঝি এখন আশা যখন, এই বুকে জাগে

আশা আগে পূরণ পরে মরন এই কামনা ।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment