মক্কায় ইহুদী পন্ডিতের সুসংবাদ ও মুসলমান হওয়ার কাহিনী

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

ইমাম খতীব বাগদাদী (رضي الله عنه) মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আমর বিন উসমানের একখানা হাদীস বর্ণনা করেন, তিনি স্বীয় মাতা ফাতেমা বিনতে হুসাইন বিন আলী হতে, তিনি স্বিয় পিতা হতে। তার পিতা বলেন: মক্কায় এক জনৈক পন্ডিত বাস করতো। 

রাসূলুল্লাহ (ﷺ) এর জন্ম কালীন রাত্রে সে বলল, আজরাত্র তোমাদের শহরে তৌরাত ইঞ্জিলে বর্ণিত সে নবী আগমন করছেন। যিনি হযরত মুসা ও হারুন (عليه السلام ) দ্বয়ের চেয়েও শ্রেষ্টত্বের অধিকারী তিনি উভয়ের সম্প্রদায়কে হত্যা করবেন। বর্ণনাকারী আলীর পিতা বলেন: মহানবী (ﷺ) যখন ঐ রাত্রে জন্মগ্রহণ করেন, তখন পন্ডিত বেরিয়ে এসে হিজরে প্রবেশ করে অত:পর বলল

اشهد ان لااله الا الله وان موس حق ان محمد حق

অর্থাৎ- আমি নিদির্ধায় সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ভিন্ন দ্বিতীয় কেউ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে, মোহাম্মদ (ﷺ) ও মুসা (عليه السلام ) উভয়েই সত্য নবী। বর্ণনাকারী বলেন, এর পর হতে ঐ পন্ডিতকে আর খোজে পাওয়া যায়নি। 

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment