পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
বিষয়:”স্বামীর জন্য তার স্ত্রীকে দেখার ইসলামি বিধান”
-স্বাধীন আহমদ রেজভী
#প্রশ্ন:
এমন কোনো বিশেষ অঙ্গ কি রয়েছে যার দিকে স্বামী-স্ত্রীর দৃষ্টিপাত করা নিষিদ্ধ?
#উত্তর:
না।শরীরে এমন কোনো অঙ্গ নেই।সদরুশ শরীয়া,বদরুত তরীকা মুফতি আমজাদ আলী আজমি(র.) বলেন:”স্বামী তার স্ত্রীর পায়ের গোড়ালি থেকে চুলের অগ্রভাগ পর্যন্ত প্রতিটি অঙ্গের প্রতি দৃষ্টি পাত করতে পারবে।উত্তেজনা হোক বা না হোক উভয় অবস্থাতেই দৃষ্টিপাত করতে পারবে।এমনিভাবে দু প্রকারের মহিলাগণ(স্ত্রী ও দাসী।তবে এখন দাসীর প্রচলন নেই)তাদের পুরুষের প্রতিটি অঙ্গের দিকে দৃষ্টিপাত করতে পারবে।তবে উত্তম এটাই যে উভয়ের বিশেষ অঙ্গের দিকে দৃষ্টিপাত না করা।কারণ এর দ্বারা দৃষ্টি-শক্তি দূর্বল হয়ে যায়।” (বাহারে শরীয়ত,১৬তম খন্ড,৮৭ পৃষ্ঠা)
:
(১৪/০৭/২০১৯)