বিষয়ঃ “মহিলাদের কাপড়ের দিকে পুরুষের দৃষ্টি দেয়া”

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

বিষয়ঃ “মহিলাদের কাপড়ের দিকে পুরুষের দৃষ্টি দেয়া”
===============
-স্বাধীন আহমদ রেজভী
-(২৫/০৭/২০১৯)

#প্রশ্নঃ
যদি মহিলা মোটা কাপড়ের বোরকা দ্বারা তার সারা শরীর ঢেকে নেয় তবে তার দিকে দৃষ্টিপাত করা যাবে কি না?

#উত্তরঃ
তার দিকে দৃষ্টিপাত করাতে সমস্যা নেই।আর যদি দৃষ্টিপাত করাতে যৌন উত্তেজনার সৃষ্টি হয় তবে দৃষ্টিপাত করতে পারবে না।কেননা যখন যৌন উত্তেজনা সহকারে দৃষ্টিপাত করবে তখনই গোনাহগার হবে।

এই মাসয়ালার বিস্তারিত বাহারো শরিয়তের মধ্যে কিছুটা এভাবে রয়েছেঃ”যদি কোনো মহিলা মোটা কাপড় পরিধান করে আর তার শরীরের রং প্রকাশ না পায় তবে তার দিকে দেখাতে কোনো সমস্যা নেই।কেননা এই দেখা মহিলাকে নয় তার কাপড়কেই দেখা হল।এটা তখনই হবে যখন তার কাপড় আঁটোসাটো না হয়।

আর যদি মহিলা আঁটোসাটো কাপড় পরিধান করে যার কারণে তার শরীরের আকৃতি প্রকাশ পায় তবে তার দিকে দৃষ্টি দেয়া নাজায়েজ। আর মহিলার জন্যও এমন কাপড় পরিধান করা হারাম যার দ্বারা চুলের রং প্রকাশ পায়, এবং দেহের আকৃতি প্রকাশ পায়।”

👉(বাহারে শরিয়ত,১৬তম খন্ড,৯১ পৃষ্ঠা)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments