বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিবেকের কাঠগড়ায় আমীরে মুয়াবিয়া (রাঃ) – (পর্ব ১)
লেখকঃ (মাসুম বিল্লাহ সানি)
‘
হাদিসের মধ্যে এসেছে, (উক্ত হাদিসের মূলভাব) রাসুলুল্লাহ (ﷺ) এর বংশ, সম্মানিত বিবিগণ, সাহাবীগণ তারাই হয়েছেন যাদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন।“`
★ সুতরাং এই কাজ কেন হল? ওইটা কেন হল? ওনারা এটা ভুল করেছেন। ঐটা ঠিক হয়নি। এসব বলা আদবের খেলাপ।
★ আপনি সত্য ইতিহাস বের করছেন? ভাল কথা। শুধু একজন সাহাবী সমালোচিত হয় এমন রেওয়াতই কেন বর্ননা করবেন? ওনার ভালকিছু কি নেই?
★ এটা কি ওনার ঠিক হল? এমন প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন কার দিকে? ভাবতে পারছেন এখানে আপনি বিচারক আর একজন সাহাবীর ঠিক-বেঠিক এর কাঠগড়ায় (নাউজুবিল্লাহ) !
★ মিথ্যা ইতিহাস উন্মোচন করছেন? খুব ভাল কথা। আর কোন ইমাম/মুহাদ্দিস/মুজাদ্দিদ কি এই দায়িত্ব ইতিপূর্বে নেন নি? নাকি আপনিই প্রথম মহানায়ক?
★ সত্য মিথ্যা মিক্স হয়ে গেছে? ভাল কথা। কাদের কিতাবে মিক্স হয়েছে? হাকিমুল উম্মাহ মুফতি ইয়ার খান নঈমী (রাঃ) এর কিতাব? আ’লা হযরত (রহঃ) এর কিতাবে? নাকি গাউসুল আজম দস্তগীর (রহঃ) এর কিতাবে? নাকি সিরাতগ্রন্থের ইমামগণের কিতাব? নাকি সুন্নীয়তের প্রাণকেন্দ্র জামিয়া আহমাদিয়া সুন্নীয়া? ওনাদেরকে সন্দেহ করব নাকি আপনাকে করব? ওনারা মিথ্যা ইতিহাস বর্ননা করেছেন। আর সেই সত্য আপনি উন্মোচন করছেন, বাহ! আসলে কি আপনার/আপনাদের কোথাও বোঝার ভুল হচ্ছে না?
★ হ্যাঁ আপনার জবাব হবে হাদিস আগে নাকি ইমামগণ আগে? আমার ফয়সালাও খতম ওনারা কম বুঝেন আপনে খুব ভাল বুঝেন। আমি কম বুঝি, মূর্খ মানুষ তাই এত বুঝারও দরকার নেই।
ধন্যবাদ। আপনাদের পোস্টগুলোতে শিয়ারা যে হৃষ্ট-পুষ্ট হচ্ছে সেদিকে কোন খেয়াল নেই।