সেকু সমাজে বাল্যবিবাহ টার্মটাকে অনেক প্রচার করা হয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি বাল্যবিবাহের যে বয়স তা আসলে কীসের ভিত্তিতে করা হয়েছে? এই বয়সের যৌক্তিকতাটাই বা কি? কখন থেকে শুরু হয়েছে এই টার্ম? সাধারনত ১৮ বছর বয়সের আগে বিবাহকে বাল্যবিবাহ হিসেবে গণ্য করতে দেখি আমরা। আমার প্রশ্ন হল যেই মেয়েটা ১৭ বছর ১১ মাস ৩০ দিন পর্যন্ত বিবাহের জন্য অনুপযুক্ত থাকে, সে মাত্র একরাতের ব্যবধানে ম্যাজিকালি কীভাবে উপযুক্ত হয়?
এছাড়া আরো বহু প্রশ্ন জাগ্রত হয় যেমন, আপনি কীসের ভিত্তিতে বলবেন ৯/১১/১৩ বছরের কাউকে শিশু, কীসের ভিত্তিতে ১৯/২১/২৩ বছরের কাউকে শিশু বলবেন না? কীসের ভিত্তিতে তারা যে শিশুর থাকার বয়স নির্ধারণ করছে তত বছর পর্যন্ত মানুষ শিশু থাকে? কেন তত বছর পর্যন্তই শিশু থাকে? তার চেয়ে কম বেশি নয় কেন? শিশুকে কীসের ভিত্তিতে সংজ্ঞায়িত করবেন? দুনিয়ার সব স্থানে, সব যুগে এই বিষয় একই ছিল কিনা, যদি ভিন্ন হয় তাহলে কে নির্ধারণ করবে কত বছর পর্যন্ত শিশু থাকে? তার কথাই কেন মানতে হবে? সে সঠিক সেটার প্রমাণই বা কি? অন্য কেউ কেন সঠিক হতে পারে না? অন্য কারোটা কেন মানবো না? জীববিজ্ঞানের দেওয়া সংজ্ঞা নাকি রাষ্ট্রের দেওয়া সংজ্ঞা নাকি সমাজের দেওয়া সংজ্ঞা নাকি বিভিন্ন ধর্মের দেওয়া সংজ্ঞা দ্বারা শিশুকে সংজ্ঞায়িত করবেন? যদি রাষ্ট্রের দেওয়া সংজ্ঞাই শিশুর আদর্শ সংজ্ঞা মানা হয় তাহলে এখন প্রশ্ন হলো কোন রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র হিসেবে গণ্য করা হবে? যদি ধর্মের দেওয়া সংজ্ঞাই শিশুর আদর্শ সংজ্ঞা মানা হয় তাহলে এখন প্রশ্ন হলো কোন ধর্মকে আদর্শ ধর্ম হিসেবে গণ্য করা হবে? কোন সময়কে আদর্শ সময় হিসেবে মানা হবে? কোন সমাজকে আদর্শ সময় হিসেবে মানা হবে? কেন সেটাকেই মানা হবে বা মানতে হবে? বিয়ের আদর্শ বয়স কত ধরা হবে? বিয়ের আদর্শ বয়স কীসের ভিত্তিতে ধরা হবে? আপনার দেওয়া বয়স মানতে সকলেই কি বাধ্য তাহলে? কেন আপনার দেওয়া বয়স সকলে মানতে বাধ্য থাকবে? বিংশ শতাব্দীর আগ পর্যন্ত সব পুরুষরা ‘pedophilic disorder’ এ আক্রান্ত ছিল? আপনি কি তাদের সবার উপর পরীক্ষা করেছিলেন? এইসব কিছুকে ডিফাইন করা ছাড়া আপনি যাতে তাকে পেডোফিলিক, যে কোন বিবাহকে বাল্যবিবাহ ট্যাগ দিতে পারবেন না।
চলুন এইবার আমাদের প্রিয় পাশ্চাত্য সভ্যতার কিছু আজব রীতি নীতি দেখে আসা যাক। বিখ্যাত সাইকলজিস্ট, সেক্সোলজিস্ট ও জন হপকিন্স ইউনিভার্সিটির প্রফেসর John Money বিশ্বখ্যাত, নন্দিত অ্যাকাডেমিক, মনস্তত্ত্ব ও যৌনতার গবেষণায় নব দিগন্তের সূচনাকারী পথিকৃৎ হিসেবে পরিচিত। John Money অনেক থিওরি মানবিক যৌনতা সংক্রান্ত পাঠ্যপুস্তকের প্রমাণিত সত্য হিসেবে গৃহীত হয়। Gender Role, Gender Identity এবং Gender Fluidity –এর মতো অনেক ধারণা ও পরিভাষা সরাসরি ডঃ মানির কাছ থেকে নেওয়া। উনার মতে,
শৈশবের যৌন অভিজ্ঞতা যেমন তুলমামূলক ভাবে বয়স্ক কোন ব্যক্তির সাথে যৌন মিলন শিশুর জন্য নেতিবাচকই হবে এমন কোন কথা নেই। [1]
তিনি আরো বলেছিলেন,
ধরুন আমি যদি দেখি ১০ বা ১১ বছর বয়সের একটি ছেলে বিশের বা ত্রিশের কোঠার কোন পুরুষের প্রতি তীব্র শারীরিক আকর্ষণ বোধ করছে, যদি তাদের সম্পর্ক পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়, তাদের বন্ধন যদি পারস্পরিক হয়, তাহলে আমার মতে এধরনের সম্পর্ককে কোন ভাবেই বিকারগ্রসথ বা অসুস্থ (pathological) বলা যায় না। [2]
আরেক গবেষক যিনি মূলত বায়োলজির অধ্যাপক Alfred Kinsey, সে বলে,
শিশুরা বয়স্ক সঙ্গী/সঙ্গীনীদের সাথে আনন্দদায়ক এবং উপকারী যৌনমিলন করতেই পারে এবং করা উচিত।
এই বিকৃত মস্তিষ্কধারী এও বলেছে,
“পিতামাতার উচিত ৬-৭ বছর বয়স থেকে শুরু করে শিশুদের মাস্টারবেট করানো এবং মিলেমিশে একসাথে মাস্টারবেট করা” [3]
আরেক সাইকলজিস্ট, সেক্সোলজিস্ট ও লাইবনিজ ইউনিভার্সিটি হ্যানোভারের প্রফেসর Helmut Kentler ওপেনলি পেডোফাইলকে সমর্থন করত, প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে সমান এবং বৈষম্যহীন যৌন সম্পর্ককে গ্রহণযোগ্য বলে বিবেচনা করেছিল সে। [4]
NYC Department of Education এর প্রাক্তন ডিরেকটর Fred Kaeser, Ed.D. জানান,
তার ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীর সাথে কথা বলে তিনি বুঝতে পেরেছেন বর্তমান সময়ের শিশুরা বয়ঃসন্ধির আগেই সেক্স সম্পর্কে অনেক তথ্যের মুখোমুখি হচ্ছে ও ইনল্ফুয়েন্স হচ্ছে। আজকের কিশোর-কিশোরীদের প্রায় ৭% ১৩ বছর বয়সের আগে যৌন মিলন করেছে বলে রিপোর্ট করেছে। যখন তারা নবম শ্রেণীতে পড়ে (বয়স ১৪-১৫) তখন এটি ৩২% এর কাছাকাছি বলে উল্লেখ করেছেন তিনি। তাই তিনি পিতা-মাতাকে সেক্স এর বিভিন্ন আচার, আচরণ, প্রকৃততা, প্রয়োজনীয়তা, উপযুক্ত সময় ইত্যাদি সম্পর্কে সঠিক শিক্ষা দেওয়ার উপদেশ দিয়েছেন। [5]
শতকরা পরিমাণটা ভিন্ন ভিন্ন দেশে ও স্থানে ভিন্ন ভিন্ন, কোন দেশে অনেক বেশি আবার কোন দেশে একদম কম। [6]
আমরা আমাদের সোকল্ড ডেবেলপ্ড ওয়েস্ট্রান কান্ট্রি বা ননমুসলিম কান্ট্রিগুলো যেমন Australia, Denmark, France, Germany, United Kingdom, United States, Switzerland ইত্যাদি দেশেগুলোতে দেখতে পাই শিশুকামিতা ও শিশুপর্ণগ্রাফির লিগালাইজেশনের জন্য বহু গ্রুপ রয়েছে যারা এসবের জন্য বহু চেষ্টা, আন্দোলন, কার্যক্রম যাচ্ছে। [7] এই গ্রুপগুলোতে অনেক ডাক্তার, সাইকলজিস্ট, রাইটার, জার্নালিস্ট রয়েছেন। অনেকটা সমকামী গ্রুপ LGBTQIA+ এর মত কার্যক্রম আরকি, কিন্তু মজার বিষয়তো এটা যে পেডোফাইল সমর্থকদের ৯০-৯৫%-ই সমকামী।
আবার গবেষকদের মতে ১৬ বছর বা ততোধিক বয়সী কোন ব্যক্তি যদি এমন কোন শিশুর প্রতি যৌন আকর্ষণ বোধ করে, যার সাথে তার বয়সের পার্থক্য অন্তত পাঁচ বছর, তবেই সেই ব্যক্তিকে শিশুকামী হিসেবে চিহ্নিত করা যাবে। অর্থাৎ কোন ১৫ বছরের ছেলে ১০ বছরের মেয়ের প্রতি যৌন আকর্ষণ বোধ করলে সেটা পেডোফিলিয়া বলে বিবেচিত হবে না! [8]
আবার বিবাহের বয়স ১৮ হলেও কোন দেশে (অমুসলিম দেশ) তাদের আইন অনুসারে ১৬, কোন দেশে ১৫, কোন দেশে ১৪ তে কনসেন্ট এর ভিত্তিতে সেক্স বৈধ হয়ে যায় যদি পার্টনারের সাথে বয়সের পার্থক্য বেশি না হয়, আবার অনেক দেশে পার্ন্টানেরর সাথে পার্থক্য থাকার কোন শর্ত আরোপ করা হয়নি। কোথায় ১৬ এর নিচে সমবয়সি হলে যে কোন বয়সের কাপলদের মাঝে সেক্স বৈধ। কোন দেশে ১৬-১৮ বয়সীর পার্টার ৩০ এর কম হলে তাদের মাঝে সেক্স বৈধ। কোন দেশে কনসেন্টের বয়সে বয়স্ক কারো সাথে সমকামীতা করা বৈধ। কোন দেশে অনুমতি সাপেক্ষে বৈধ। [9] আমাদের সেকুদের আইডল দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান ২০২৩ সালে ৫ রাজ্যে কোন বিয়ের বয়স নেই, ২৩টি রাজ্যে বিয়ের ন্যূনতম বয়স ১৬, ১০টি রাজ্যে ১৭, ২টি রাজ্যে ১৫। যে রাজ্যগুলোতে কোন বয়স নেই সেখানে মিনিমাম মেয়ের জন্য ১২ ও ছেলের জন্য ১৪ অলিখিত নিয়ম হিসেবে নির্ধারণ করা আছে। [10]
মজার বিষয়তো হচ্ছে এখানে এইজ অফ কনসেন্ট এর বয়সগুলোতো ২০০০ সালের পরবর্তি সময়কার। অথচ ১৯শতকের আগেও বহু দেশে এইজ অফ কনসেন্ট ৭-১২ বছরের মধ্যে ছিল। পরবর্তিতে অনেকগুলো ধাপে এই বয়স পরিবর্তন হতে হতে বর্তমানের অবস্থায় এসেছে। [11] যেখানে এইসব সোকল্ড উন্নত সভ্যতার জীবগুলো নিজেদের দেওয়া বয়সেই ঠিক মত একটা যুগ স্থির থাকতে পারে না, তাহলে সেখানে এসব জীবদের দেওয়া কনসেন্ট এর বয়সের মূল্যটা কি, ভিত্তিটা কি, গ্রহনযোগ্যতা কতটুকু!
এটাতো বাদই দিলাম, বর্তমানেও বহু দেশে বিবাহের বয়স ছেলে ও মেয়ে উভয়ের জন্য ২১। তার মানে এক দেশে কোন মেয়েকে ১৮ এর আগে বিবাহ করলে বাল্যবিবাহ, আবার আরেক দেশে ২১ এর আগে কোন মেয়েকে বিবাহ করলে বাল্যবিবাহ! ঐ দেশে যেয়ে ২১ এর কম বয়সি কোন মেয়েকে বিবাহ করলে হয়তো মামলা খেতে হবে! কি আজব সব কর্মকান্ড তাই না! [12] আরেকটা মজার তথ্য জানানো প্রয়োজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু মানুষ মনে করে বিবাহের জন্য উপযুক্ত বয়স হচ্ছে মেয়েদের জন্য ২৫ ও ছেলেদেরে জন্য ২৭। [13] মনে করেন আগামি ১০/২০ বা ৫০ বছর পর রাষ্ট্রিয়ভাবে এই বয়সটাকে বিবাহের বয়স করা হল ও সারা বিশ্বে এটাকে জেনারালাইজ্ড করা হয়ে গেল। তখন কি হবে! এখন যারা ১৮/২১ এ বিবাহের আইন করেছে, মানছে, এর পক্ষে বলছে তারা কি তখন পেডোফাইল হওয়ার তকমা খাবে? বিষয়টা বেশ আইরনিক। মনুষ্য তৈরি আইন-কানুন যে কতটা গ্রহনযোগ্য, বাস্তবসম্মত, ভালো, যৌক্তিক তাতো এইসব দেখলেই প্রমান পাওয়া যায়।
এই উন্নত সভ্যতার জীবরা এক দিকে ১৮/২১ কে বিয়ের বয়স নির্ধারণ করে, এর কমে বিয়েকে বাল্যবিবাহ নাম দিয়ে অপরাধ হিসেবে সবার কাছে উপস্থাপন করেছে। আবার তারাই কনসেন্টের ভিত্তিতে সেক্স এর ক্ষেত্রে যেয়ে ভিন্ন কথা বলছে! ভিন্ন নিয়ম, রীতি বানিয়ে রেখেছে, ভিন্ন আইডিওলজি পালন করতেছে! এটা স্পষ্ট ডাবল স্ট্যান্ডার্ড ছাড়া আর কিছুই না, এই দ্বিমুখী মানুষদের নীতিতে আমরা কেন চলব? তাদের নীতি কেন অনুসরণ করব? তাদের নীতি যে কতটা বাস্তবসম্মত তাতো এসব থেকেই টের পাওয়া যাচ্ছে।
চিন্তা করে দেখুন যেই দেশে ১২-১৮ বছর বয়সে অহরহ সেক্স চলে, যেই দেশে এই বয়সে সম্মতিতে বিবাহ ছাড়া সেক্স করা, লিভ টুগেদার বৈধ সেই দেশে কি করে ১৮ এর আগে বিবাহ করলে সমস্যা হয়? এই নিয়ম কীসের ভিত্তিতে? বিয়ে করলেই কেন সমস্যা হয়? বিবাহ ছাড়া সেক্স করাতে কোন আপত্তি নেই কেন তাদের? যে বয়সে নারীর সাথে সহবাস করা সেকুলারদের নীতি অনুসারে অবৈধ সেই বয়সে নারী ঋতুমতী হয় কেন? যে বয়সে সহবাস করা বৈধ সেই বয়সে বিয়ে করা অবৈধ কেন? সে বয়সে বিয়ে করা ঠিক না হলেও লিভ টুগেদার কীভাবে ঠিক হয়? সেক্স করা কীভাবে ঠিক হয়? ১৮ এর আগে বিয়ে করলে তারা অ্যাকশন নেয়, কিন্তু লিভ টুগেদার করলে, সেক্স করলে কেন কোন অ্যাকশন নিতে দেখা যায় না কেন? আছে এসব প্রশ্নের কোন উত্তর? তাদের নীতি হল শুধু বাচ্চা না নেওয়া ছাড়া যা খুশি কর।
বিয়ে করে বাচ্চা কনসিভ করা নিয়ে অনেকে অনেক ভুংভাং বলবেন, লজিক দিবে, রিস্কের কথা বলবে, রিসার্চ পেপার দেখাবে। কিন্তু সেই লোকগুলোই আবার অ্যাবরশন করে একটা জীবনকে হত্যা করা, পিল খাওয়া এসবকে প্রমোট করে, কিন্তু কেন? এসবের কি কোন রিস্ক নেই? সাইড ইফেক্ট নেই? ক্ষতি নেই?
ইসলাম বিবাহ জায়েজ করেছে, বৈধ বলেছে। কম বয়সে বিবাহ করাকে নফল, সুন্নত, ওয়াজিব বা ফরজ করা হয়নি, শুধু জায়েজ করেছে। আর কম বয়সে বাচ্চা নেওয়ার বিষয়েতো ফরজ-ওয়াজিবতো অনেক দূরের বিষয়, আলাদা করে জায়েজ-নাজায়েজ কিছুই বলেনি। সেহেতু সোকল্ড উন্নত দেশের ১৮ এর নিচের অবুঝ, নিষ্পাপ বাচ্চাদের বাচ্চা হওয়া ছাড়া সেক্সকে মেনে নিতে পারলে, এখানে বাচ্চা নেওয়া ছাড়া যদি বিবাহ করা হয় তাহলে তা কেন মেনে নিতে পারবে না? ইসলাম আপনাকে বাচ্চা নিতেও বলে না, আবার মানাও করে না, নেওয়া জায়েজ বা নাজায়েজ এই বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয় নি সেহেতু বাচ্চা নেওয়া বা না নেওয়া নিছকই আপনার ব্যক্তিগত বিষয়। কোরআন হাদিসে মাটি খাওয়া, নালার পানি খাওয়া, সাগরের পানি খাওয়া সরাসরি, স্পষ্ট করে জায়েজ বা নাজায়েজ বলা হয়নি। এখন যদি কেউ বলে যেহেতু নিষেধ করা হয়নি সেহেতু এসব খাওয়াকে উৎসাহিত করা হচ্ছে সেহেতু সেটা তার মূর্খতা ছাড়া আর কিছু নয়। এই বিষয়টাও ঠিক সেরকমই।
অনেকে অনেকে বলে ইসলামে বাল্যবিবাহ জায়েজ বিধায় মুসলিম দেশে বাল্য বিবাহ বেশি দেখা যায়। এই দাবিটিও মূর্খতা পূর্ণ। আপনি যদি ১৮/২১ কে বিয়ের বয়স বানিয়ে রাখেন তাহলেতো এমন দেখবেনই, কারণ এর আগেই ছেলে ও মেয়ের মধ্যে যৌনতার প্রকাশ পেয়ে যায়। এর আগেই অনেকে বিবাহ বহির্ভূত শারীরিক মিলন ঘটিয়ে বসে। এছাড়া কাফেরদের দেশগুলোতেতো তারা বিয়ে ছাড়াই সব কাজ শেষ করে ফেলে, তাহলে সেখানে বাল্যবিবাহের আর রিপোর্ট পাবেন কি করে!?
তথ্যসূত্রঃ
———–
[1] ATTACKING THE LAST TABOO (Time Magazine, April 14, 1980.)
[2] Interview: John Money. PAIDIKA: The Journal of Paedophilia, Spring 1991, vol. 2, no. 3, p. 5; Colapinto, John (December 1997). “The True Story of John / Joan”. Rolling Stone. pp. 54–97.
[3] Kinsey, Sex and Fraud, page 3
[4] Helmut Kentler (wikipedia)
[5] The Eight Most Important Things You Must Tell Your 10-Year-Old About Sex (Psychology Today)
[6] Adolescent sexuality – Behavior (wikipedia)
[7] Pedophile advocacy groups ; List of pedophile advocacy organizations ; Pedophile advocacy (wikipedia)
[8] Diagnostic and Statistical Manual of Mental Disorders, Fourth Edition, 302.2 Pedophilia; DOI: 10.1176/appi.books.9780890423349.10311
[9] Age of consent-Defenses and exceptions ; Ages of consent in Asia ; Ages of consent in Europe ; Ages of consent by country (wikipedia)
[10] Marriage age (wikipedia)
[11] Age of Consent Laws [Table] ; Age of Consent Laws (Children and Youth in History)
[12] Marriageable Age (wikipedia)
[13] Ideal Age for Marriage: 25 for Women and 27 for Men (Gallup)
মূল লিখা: “রাসূল ﷺ এর উপর পেডোফিলিয়ার অপবাদ”
লেখক: Ashraful Nafiz