জিজ্ঞাসা–৯৪৯: বাইতুল মামুরে প্রতিদিন কতজন ফেরেস্তা সালাত আদায় করেন? হাদিসের আলোকে উত্তর দিবেন।– Hasiful Mondal
জবাব: ইমাম তাবারি রহ. হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন,
إنّهُ مَسْجِدٌ فِي السّماءِ تَحْتَهُ الكَعْبَةُ لَوْ خَرّ لخَرّ عَلَيْها, أوْ عَلَيْهِ, يُصلّي فِيهِ كُلّ يَوْمٍ سَبْعُونَ ألْفَ مَلكٍ إذَا خَرَجُوا مِنْهُ لَمْ يَعُودُوا آخِرَ ما عَلَيْهِمْ
বায়তুল মা’মুর আসমানে অবস্থিত একটি মসজিদ। যদি তা পতিত হয় তাহলে কা’বার উপর পতিত হবে। প্রতিদিন সেখানে ৭০ হাজার ফেরেশতা নামাজ আদায় করেন, যাঁরা একবার বের হলে দ্বিতীয়বার সেখানে প্রবেশ করেন না। (তাফসিরে তাবারি ২৭/১৭)
সহিহ বুখারি ও মুসলিমে প্রমাণিত। রাসুলুল্লাহ ﷺমিরাজ বিষয়ক হাদিসে এসেছে,
ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ السَّابِعَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ، فَقِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ ﷺ، قِيلَ: وَقَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: قَدْ بُعِثَ إِلَيْهِ، فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِإِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْنِدًا ظَهْرَهُ إِلَى الْبَيْتِ الْمَعْمُورِ، وَإِذَا هُوَ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَا يَعُودُونَ إِلَيْهِ
…তারপর জিবরীল আ. সপ্তম আসমানের দ্বারপ্রাস্তে পৌঁছে দরজা খুলতে বললেন। বলা হল, কে? তিনি বললেন, জিবরীল। বলা হলে, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মাদ। বলা হল, আপনাকে কি তাঁকে আনতে পাঠান হয়েছিল? তিনি বললেন, হ্যাঁ, তাঁকে ডেকে পাঠান হয়েছিল। তারপর আমাদের জন্য দ্বার খুলে দেয়া হলো। সেখানে ইবরাহীম আ.-এর সাক্ষাৎ পেলাম। তিনি বায়তুল মা’মুরে পিঠ ঠেকিয়ে বসে আছেন। বায়তুল মামুরে প্রত্যহ সত্তর হাজার ফেরেশতা তাওয়াফের উদ্দেশ্যে প্রবেশ করেন, যারা আর সেখানে পূনরায় ফিরে আসার সুযোগ পান না। (সহিহ মুসলিম ৩০৮)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী



Users Today : 53
Users Yesterday : 357
This Month : 53
This Year : 171924
Total Users : 287787
Views Today : 6822
Total views : 3414385