📌মুহাম্মদ আসাদুজ্জামান
মধ্যম নিশ্চিন্তাপুর, ফটিকছড়ি
🖋উত্তরঃ মসজিদের বারান্দা মসজিদের হুকুমের শামিল। যারা মসজিদের বারান্দাকে মসজিদের বাহিরে বলে তারা ভুলের উপর প্রতিষ্ঠিত। তাদের দাবি ভিত্তিহীন। ইমামে আহলে সুন্নাতে মুজাদ্দিদে দ্বীনও মিল্লাত আ’লা হযরত ইমাম আহমদ রেযা বেরলভী রহমাতুল্লাহি আলায়হি উক্ত মাসআলাকে ভিত্তি করে নামক একটি কিতাব রচনা করেছেন এবং তিনি উক্ত কিতাবে অকাট্য দলিল দ্বারা প্রমাণ করেছেন যে, মসজিদের বারান্দা মসজিদের হুকুমের শামিল। তাই কেউ মসজিদের বারান্দায় ই’তিকাফ পালন করলে তিনি উক্ত ই’তিকাফ মসজিদেই পালন করল। এর মধ্যে কোন তফাৎ নেই। সুতরাং উক্ত ই’তিকাফ শরীয়ত মােতাবেক শুদ্ধ হবে এবং শরীয়তসম্মত পন্থায় সকল বিধি নিষেধ ইত্যাদি মেনে ই’তিকাফ পালন করলে ইনশা আল্লাহ আল্লাহর দরবারে মকবুল হবে। তবে বারান্দার চেয়ে মসজিদের ভিতরেই ইতিক্বাফ পালন করা উত্তম।