📌মুহাম্মদ কফিল উদ্দীন আ মিন বারিয়া সড়ক, বহদ্দারহাট, চট্টগ্রাম
🖋উত্তর ঃ একজন হাজী হজ্জের পর নবজাত শিশুর মত নিস্পাপ হয়ে যায়। হজ্জের পর পুনরায় গুনাহর কাজে লিপ্ত হলে পুনরায় তার আমলনামায় ওই গুনাহ লিখা হয়। তাই হজ্জের পর বা পূর্বে সর্বাবস্থায় অশ্লীল গান-বাজনা শ্রবন করা এবং অশ্লীল সিনেমা-নাটক ইত্যাদি দেখা নাজায়েয ও গুনাহ। তদুপরি হজ্জের মাধ্যমে বান্দা ভবিষ্যতে জেনে-বুঝে গুনাহ না করার অঙ্গীকার করে থাকে। তাই হজ্জের পর জেনে-শুনে গুনাহে লিপ্ত হওয়া আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গের নামান্তর। যা মারাত্মক অপরাধ এবং পূর্বের চেয়ে আরাে বড় গুনাহ। তদুপরি হজ্জ করে আসার পর এ জাতীয় অশ্লীলতা ও বেহায়াপনা পূর্ণ গুনাহের কাজে লিপ্ত হওয়া হজ্জ কবুল না হওয়ারই ইঙ্গিত বহন করে।
[আশিয়াতুল লুম‘আত কৃত শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এবং
মেরকাত শরহে মিশকাত কৃত মােল্লা আলী ক্বারী রহমাতুল্লাহি আলাইহি ইত্যাদি।]





Users Today : 209
Users Yesterday : 767
This Month : 14631
This Year : 186502
Total Users : 302365
Views Today : 8892
Total views : 3585635