📌মুহাম্মদ নূরুল ইসলাম শাকিল | চট্টগ্রাম
প্রশ্নঃ মসজিদে কোন হক দ্বীনী সংগঠন বা ত্বরীকতের সংগঠন’র উদ্যোগে ইফতার মাহফিল করা যাবে কিনা? এবং মাহফিলে মসজিদের পানি, চাটাই, কার্পেট ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা? কোরআন-সুন্নাহর আলােকে উত্তর প্রত্যাশী।
🖋উত্তর ঃ মসজিদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শালােকে গঠিত সংস্থা ও সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল, যিকর মাহফিল, ইফতার মাহফিল করা জায়েয। যেহেতু মসজিদ আল্লাহর যিকর, নামায ইত্যাদির জন্য নির্মাণ করা হয়। সেহেতু তা মসজিদে করাও জায়েয। তবে ইতিকাফকারী ছাড়া অন্য কারাে জন্য মসজিদে পানাহার করা জায়েয নেই। তাই নফল ইতিকাফের নিয়্যত করেই মসজিদে আয়ােজিত ইফতার মাহফিলে রােযাদারগণ ইফতার করবে। তবে মসজিদের যেন বেহুরমতি না হয় এবং অপরিস্কার না হয় সেদিকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। মসজিদে আয়ােজিত ইফতার মাহফিলের রােযাদার মুসল্লীরা ইফতার গ্রহণের পর পর উক্ত মসজিদে মাগরিবের নামায আদায় করবে বিধায় অন্যান্য মুসল্লীর ন্যায় তারাও প্রয়ােজনে মসজিদের পানি, চাটাই ইত্যাদি ব্যবহার করতে পারবে কোন অসুবিধা নেই।