পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
উত্তরঃ
কৃতঃ উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক।
কোরবানি না করে করোনায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে কোরবানির টাকা দান করে দিলে কোরবানির ওয়াজিব আদায় হবে না। দানের জন্য কোরবানি বাদ দেয়ার চিন্তা না করে বরং সঞ্চিত অর্থ থেকে দান করুন। হ্যা কেউ চাইলে গরুর জায়গায় ছাগল কিংবা বড় গরুর জায়গায় ছোট গরু কোরবানি দিয়ে বাকী অর্থ দান করতে পারে। এটা তার ইচ্ছা। তবে আমাদের সমাজে যারা কোরবানি করেন কোরবানি করার পরেও তাদের হাতে আলহামদুলিল্লাহ অনেক সম্পদ থাকে দান করার মতো। দরিদ্র মানুষকে সহায়তা করার ইচ্ছে থাকলে কোরবানি করার পরেও সঞ্চিত অবশিষ্ট সম্পদ থেকে দান করতে পারেন এবং সাথে সাথে কোরবানির পশুর মাংসও দান করতে পারেন। আল্লাহ তাআলা বুঝার তাওফিক দান করুন আমীন।





Users Today : 235
Users Yesterday : 767
This Month : 14657
This Year : 186528
Total Users : 302391
Views Today : 15238
Total views : 3591982