প্রশ্নঃ- কোন ব্যক্তি যদি একা মাগরিব বা ইশা বা ফজরের নামায পড়ে তাহলে সে কেরাত কি জোরে পড়বে না কি আস্তে পড়বে?

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

উত্তরঃ- ফজরে ২রাকাত মাগরিবের ৩ রকয়াতের মধ্যে প্রথম ২রাকয়াত এবং এশার ৪রাকয়াতের মধ্যে প্রথম ২রকয়াত মোটামাটি একটা আওয়াজে কেরাত করতে হবে । কেও ইচ্ছে করলে আসতেও করতে পারে । আসতে বলতে যাতে কম করে হলেও নিজে শুনতে পায় । আর মেয়েদের জন্য নামাজের কেরাত আসতে হবে জোরে করা চলবেনা ।

কেরাত জোরে হোক বা আসতে নামাজ হয়ে যাবে তবে মনে মনে কেরাত যেন না হয় ।

( মনে চাইলে জোরেও পড়তে পারবে এবং আস্তেও পড়তে পারবে। তবে নুন্যতম স্বরে জোরে পড়া চাই।।-দুররে মুখতার- ০১/৪৯৮। ১৭০।)

আল্লাহু ও রাসুলুহু আ’লাম

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment