🖋উত্তর ঃ একজন স্বাধীন মহিলার মুখমণ্ডল, দু’হাতের তালু ও দু’পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর সতরের অন্তর্ভূক্ত। তা’ ঢেকে রাখা তাে ফরজ আর যখন প্রয়ােজনে বাইরে যেতেই হয় তখন পর্দা অবলম্বন করাও ফরজ। আর তা হল, লম্বা চাদর, মাথার উপর থেকে মুখমণ্ডলের সামনে ঝুলিয়ে নেয়া, যাতে পর পুরুষের দৃষ্টি মুখমণ্ডলের উপর না পড়ে। সুতরাং, মুখমণ্ডল ও হাতের তালু সতরের অন্তর্ভূক্ত না হলেও ফিতনার আশঙ্কায় এগুলাে আবৃত করাও জরুরী। ক্লাস রুম বা স্বীয় কক্ষে ভীষণ গরম ও ক্লান্তির কারণে পরপুরুষের আনাগােনা না থাকলে স্বীয় সতর আবৃত করে বােরকার উপরিভাগ নেহায়ত অস্থিরতা বােধ করলে খুলতে পারে। তবে বেগানা বা পরপুরুষের সামনে চেহারা যেন উন্মুক্ত না হয় সেদিকে একজন বালেগা রমনী অবশ্যই লক্ষ্য রাখবে। বােরকা বা মাথার ওপর চাদর ব্যবহার করা ঘর থেকে বিশেষ প্রয়ােজনে বাইরে যাওয়ার সময় বালেগা রমণীর জন্য ফরজ।
[আসাহহুস সিয়র ও ফতােয়ায়ে হিন্দিয়া ইত্যাদি।]
প্রশ্নঃ আমি অষ্টম শ্রেণীর ছাত্রী। আমার পক্ষে শ্রেণীকক্ষে বসে বােরকার উপরের অংশটুকু খুলে রাখা কি জায়েয হবে? বােরকা পরিধান করা ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? জানিয়ে বাধিত করবেন।
পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।





Users Today : 209
Users Yesterday : 767
This Month : 14631
This Year : 186502
Total Users : 302365
Views Today : 7914
Total views : 3584657