উওর��আজানের সময় দেখা যায় আকাশের দিকে মুখ উঁচু করে কুকুরগুলো ডেকে ওঠে। অনেকেরই মনে প্রশ্ন জাগে আজানের সময় কুকুরগুলো কেন ডাকে? এ প্রশ্নের উত্তর রয়েছে হাদিসে।
”আজান দিলেই কুকুরগুলো ডেকে উঠে এর কারণ আজানের শব্দ শুনে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায়ন করে।”-বুখারী, মুসলিম, মিশকাত হা/৬৫৫।
মোরগ ফেরেস্তা দেখলে ডাকে। -সহীহ মুসলিম।
গাধা শয়তান দেখলে চিৎকার করে। -সহীহ মুসলিম।
কুকুর ও গাধা অনিষ্ট সৃষ্টিকারীদের (তথা জিন-শয়তান) দেখে চিৎকার করে। -আবু দাউদ মিশকাত।
আজানের শব্দ শুনে শয়তানকে বায়ু ত্যাগ করতে করতে পলায়নরত অবস্থায় দেখে কুকুরগুলো ডাকতে থাকে।
হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি , তিনি বলেন, “যখন তোমরা রাত্রে কুকুরের চিৎকার এবং গাধার ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান হতে পানাহ্ চাইবে। কেননা, ওরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাওনা। ” -( মিশকাত শরীফ, পৃষ্ঠা-৩৭৩)।






Users Today : 31
Users Yesterday : 357
This Month : 31
This Year : 171902
Total Users : 287765
Views Today : 4814
Total views : 3412377