প্রত্যেক উত্তম কথা কিংবা কাজ হল সদক্বাহ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ আমার পক্ষ থেকে একটি মাত্র আয়াত হলেও তা (মানুষের নিকট) পৌছে দাও।

[সহীহঃ রাওযুন নায়ীর (৫৮২), তাখরাজুল ইলম লিআবী খাইসামা (১১৯/৪৫), বুখারী]

আবী ইবনু হাতিম (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, তোমরা জাহান্নাম হতে আত্মরক্ষা কর এক টুকরা খেজুর সদাক্বাহ করে হলেও। (বুখারী আঃ প্রঃ ১৩২৫ ইঃ ফাঃ ১৩৩১)

আবু যার গিফারী (রাঃ) হতে বর্ণিত রাসুল (ﷺ) বলেছেন,

*তোমার ভাইয়ের প্রতি তোমার হাস্যজ্জ্বল মুখ করাটাও একটা সদক্বাহ;

*কাউকে ভাল কাজের উপদেশ দেয়াটাও একটা সদক্বাহ;

*পথ ভুলা মানুষকে পথ দেখানোও একটা সদক্বাহ;

*কোন চক্ষুহীন ব্যক্তিকে সাহায্য করাও তোমার একটা সদক্বাহ;

*চলার পথ থেকে পাথর, কাঁটা বা হাড় সরিয়ে দেয়াও একটা সদক্বাহ এবং

*তোমার বালতি হতে তোমার (অপর) ভাইয়ের বালতি ভরে দেয়াও তোমার একটা সদক্বাহ।

(তিরমিযি, মেশকাত হাদিস ১৮১৬/২৩)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment