এক সৌখিন রাজার একটি পা খোঁড়া, এবং একটি চোখ অন্ধ ছিল। তাঁর ঐকান্তিক ইচ্ছে , তাঁর একটি নিখুঁত ছবি তুলবেন। এজন্য তিনি দামী পুরস্কার ঘোষণা করেন, ফটো গ্রাফাররা অনেকেই আসলেন, কিন্তু শর্ত অনুযায়ী নিখুঁত ছবি উঠাতে কেউ রাজি হননি, অবশেষে এক ফটোগ্রাফার রাজী হলেন এবং অদ্ভুত এবং নিখুঁত ছবি উপহার দিয়ে মোটা দামের মূল্যবান পুরস্কার হাতিয়ে নিলেন ।
ছবি দেখে সকলেই বিস্মিত ও অভিভূত হল। কারণ ছবিতে রাজাকে পাখি শিকারীর ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে , রাজা তাঁর ল্যাংড়া পা টিকে বাঁকা করে এবং এক চোখ বন্ধ করে পাখির অবস্থান ঠিক করেছেন।রাজার শরীরে দুটি অঙ্গ বিকৃত ও ত্রুটি যুক্তছিল, কিন্তু শিল্পীর মেধা ও মননশীলতার জন্য রাজার খুঁত ধরা পড়ছে না।
আমরা যদি আমাদের মেধা, মননশীলতা ও বুদ্ধিমত্তা দিয়ে মানুষের দোষ ত্রুটিগুলো প্রকাশ না করার জন্য আগ্রহী হতাম এবং কেবলই প্রকাশ যোগ্য অবস্থান তুলে ধরতে পারতাম, তাহলে আমাদের শত্রুরা ও আমাদের আচরণে খুশি হয়ে আমাদের ডাকে অধিক সাড়া দিতেন।
আমরা এ পৃথিবীতে দীর্ঘদিন থেকে ও জীবনে একটি মানুষকে ও দীনের পথে আনতে পারলাম না,এটা আমার আপনার সবার ব্যর্থতা।
আমরা ত্রুটি মুক্ত কেউই না, রাসূলের শিক্ষা ,
যে অন্য কারো দোষ ঢেকে রাখে, আল্লাহ ও তার দোষ ঢেকে রাখেন।
সুতরাং আসুন আমরা মানুষের ইতিবাচক দিকগুলো তুলে ধরি, নেতিবাচক দিকগুলো আলোচনায় আনার দরকার নেই।
পরিশেষে আলী রাদিআল্লাহু আনহুর একটি কবিতা থেকে উপদেশ গ্রহনের চেষ্টা করিঃ
لسانك لا تذكر به عورة امرئ
فكلك عورات وللناس السن
وعينك إن أبدت إليك معايبا
فدعها وقل يا عين للناس أعين
وعاشر بمعروف وسامح من اعتدى
وادفع بالتى هى أحسن
وكن جميل اللفظ تكن جميل القلب
ভাবার্থঃ
ভাষা ব্যবহারে সতর্ক থাক,কারো গোপন রহস্য ফাঁস করার চিন্তা ও করো না।
তোমার নিজের তো আপাদ -মস্তক সব ই গোপন, আর নিন্দুকেরা ও বসে নেই।
তোমার চোখে অপরের দোষ ধরা পড়লে
ভেবে দেখো চোখ কিন্তু সবার আছে।
সবার সাথে কর শোভন আচরণ ,
আর শত্রুর প্রতি কর ক্ষমা প্রদর্শন ।
প্রতিহত করতে উত্তম পন্থা কর অবলম্বন
অনুপম আচরণ ও মিষ্টভাষীরাই
কেবল হয়ে থাকেন মিষ্টমনের অধিকারী।