পাঁচটি পাঁচটির আগে গনীমত

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত মায়মূন ইবনে মেহরান (রা:) থেকে বর্ণিত আছে যে, হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তা‌‌আলা আলাইহি ওয়া সাল্লাম)– এরশাদ করেছেন: পাঁচটিকে পাঁচের আগে গনীমত জান।* বার্দ্ধক্যের আগে যৌবনকে।
* অসুস্থতার আগে সুস্থতাকে।
* ব্যস্ততার আগে অবসরকে।
* দৈন্যতার আগে প্রাচুর্য্যকে।
* মৃত্যুর আগে যিন্দেগীকে।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment