পবিত্রতাঃ ওযু/অযুর ফরয, সুন্নত ও ভঙ্গের কারণসমূহ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

অযুর ফরয সমূহ

অযুর ফরয চারটি

১.মুখমন্ডল ধৌত করা

২.দুই হাতের কনুই সহ ধৌত করা।

৩.মাথার চার ভাগের একভাগ মাসেহ করা।

৪.দুই পায়ের গিরাসহ ধৌত করা।

অযুর সুন্নাত সমূহ

১। বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে অজু শুরু করা।

২। কবজি সহ উভয় হাত তিন বার ধোয়া।

৩। কুলি করা।

৪। নাকে পানি দেওয়া।

৫। সমস- মাথা একবার মসেহ করা।

৬। প্রত্যেক অঙ্গ তিন বার করে ধোয়া।

৭। হাতের আঙ্গুল সমুহ খেলাল করা।

৮। পায়ের আঙ্গূল সমুহ খেলাল করা।

৯। ডান দিক থেকে অজু শুরু করা।

১০। ক্বোরানে বর্নিত ধারাবাহিকতা রক্ষা করা।

১১। গর্দান মসেহ করা।

১২। অজু শুরুতে মেসওয়াক করা।

১৩। এক অঙ্গের পানি শুকানোর পুর্বেই অন্য অঙ্গ ধৌত করা।

অযু ভাঙ্গার কারন সমুহ

১। প্রসাব-পায়খানা করলে।

২। পায়খানার রাস্তা দিয়ে বায়ু নির্গত হলে।

৩। শরীরের কোন অংশ থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে।

৪। নিদ্রামগ্ন হলে।

৫। মুখ ভরে বুমি করলে।

৬। নামাযের মধ্যে সশব্দে হাসলে।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment