তিনি যে মহান আল্লাহর এক বিশাল নূর ছিলেন, তার প্রকৃত প্রমাণ মিলে নিন্মোক্ত আয়াতে কারীমাতে। মহান আল্লাহ পাক এরশাদ ফরমান:
قَدْ جَاءكُم مِّنَ اللّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ – يَهْدِي بِهِ اللّهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهُ سُبُلَ السَّلاَمِ وَيُخْرِجُهُم مِّنِ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
অর্থাৎ: তোমাদের মধ্যে মহান আল্লাহর পক্ষ হতে অবশ্যই এক বিশাল নূর এবং স্পষ্ট কিতাব এসেছে এ নূর দ্বারা আল্লাহ পাক তাদেরকেই শান্তির পথে হেদায়েত দান করবেন, যারা তাঁর সন্তুষ্টির অভিলাষী এবং তাদেরকে যুলুমের গভীর অন্ধকার থেকে আলোর পথে বের করে আনবেন এবং সরল সঠিক পথের সন্ধান দান করবেন র্নিদিধায়।
(পারা-৬, রুকু-৭)
নূরে মোহাম্মাদী (ﷺ) এর দ্বিতীয় প্রকৃষ্ট প্রমাণ নিন্মোক্ত আয়াত শরীফ ও যথেষ্ট। মহান আল্লাহর বাণী :
ط فَالَّذِينَ آمَنُواْ بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُواْ النُّورَ الَّذِيَ أُنزِلَ مَعَهُ أُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
অর্থ:- অতএব, যারা তাঁর (মোহাম্মাদ (ﷺ)) এর প্রতি ঈমান আনয়ন করে, তাকেঁ সর্বোচ্ছ সম্মান (কিয়াম) প্রদর্শন করে, তাঁকে সাহায্য করে এবং তাঁর সঙ্গে আগত নূর তথা নূরে মুহাম্মদীকে অনুস্বরণ করে তারাই সফলকামী লোক।
বর্ণিত আয়াতদ্বয়ে নূর দ্বারা মুফাসসিরীনে কেরামগণ নূরে মোহাম্মদীকে প্রমাণ করেছেন।
সহীহ মুসলিম শরীফ সহ অন্যান্য গ্রন্থে হযরত ছাওবান (رضي الله عنه) হতে বর্ণিত একখানা হাদীস বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন-
زويت اى جمعت لى مشارق الارض ومغاربها- وسيبلغ ملك امتى ما زوى منها-
অর্থাৎ- মহান আল্লাহ পাক আমার জন্য পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যকে একত্রিত করে দিয়েছেন। এবং অচিরেই ঐ স্থান পর্যন্ত আমার উম্মতের রাজত্ব পৌছে যাবে।
সাইয়্যিদিনা হযরত আমেনা (رضي الله عنه) এর মুখ নিসৃত বাণী : فلم احمل حملا كان اخف على منه দ্বারা প্রতীয়মান হয় যে, তিনি মুহাম্মাদ (ﷺ) ছাড়া ও অন্যান্য সন্তানাধি জন্ম দান করেছেন। যেমন : তাঁর নিন্মোক্ত বাণী : قد حملت الاولادمما حملت অর্থাৎ- ইতিপূর্বে আরও সন্তানাধি গর্ভে ধারন করেছি তবে এভাবে নয়। ) এ বর্ণনা ইসহাক বিন আব্দুল্লাহর। তবে ঐতিহাসিক ইবনে সা, দ বলেন, এ বক্তব্যের সুষ্টু সমাধানে ঐতিহাসিক ওয়াকেদী (رضي الله عنه) বলেন: এ ধরনের কোন হাদীস আছে বলে যেমন আমাদের জানা নেই, তেমনি অন্যান্য আহলে ইলিমগনের ও জানা নেই। বরং সকল মুহাদ্দেসীনগনের দৃষ্টিতে রাসূলুল্লাহ (ﷺ) সম্মানীতা মাতা হযরত আমেনা (رضي الله عنه) ও পিতা খাজা আব্দুল্লাহ (رضي الله عنه) কেবল মোহাম্মাদ (ﷺ) ব্যতীত অন্য কোন সন্তান জন্মদান করেননি ইহাই সর্বসম্মত কথা। হাফেজ ইবনুল কাইয়ুম জাওযী (رضي الله عنه) বলেন: এবিষয়ে সমস্ত হাদীস বিশেষজ্ঞগন ঐক্যমত পোষন করেছেন যে, হযরত আমেনা (رضي الله عنه) কেবল মোহাম্মদ (ﷺ) ব্যতীত অন্য কোন সন্তান জন্ম দান করেননি।