১। সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ মোস্তফা [ﷺ]
২। মাতাঃ হযরত আমেনা (رضي الله عنها) (মুসলিম)।
৩। পিতাঃ হযরত আবদুল্লাহ (رضي الله عنه) (মুসলিম)।
৪। দাদাঃ আবদুল মোত্তালিব (হানীফ-মিল্লাতে ইবরাহীমী)।
৫। দাদার পিতাঃ হাশেম (হানীফ-মিল্লাতে ইবরাহীমী)।
৬। দাদার পিতামহঃ আবদে মুনাফ (হানীফ-মিল্লাতে ইবরাহীমী)।
পবিত্র উম্মাহাতুল মোমিনীন
১। হযরত খাদিজাতুল কোবরা (رضي الله عنها) (প্রথম মুসলিম জননী) -কোরায়শী।
২। হযরত ছাওদা বিনতে জামআ (رضي الله عنها)-কোরায়াশী।
৩। হযরত আয়েশা সিদ্দিকা বিনতে আবু বকর (رضي الله عنها) -কোরায়াশী।
৪। হযরত হাফছা বিনতে ওমর (رضي الله عنها) -কোরায়াশী।
৫। হযরত উম্মে হাবীবা বিনতে আবু সুফিয়ান (رضي الله عنها) -কোরায়াশী।
৬। হযরত উম্মে ছালমা (رضي الله عنها) বিনতে আবু উমাইয়া -কোরায়াশী।
৭। হযরত যয়নব (رضي الله عنها)বিনতে জাহাশ (ফুফাতো বোন) -বনী আছাদ, আরবী।
৮। হযরত যয়নব (رضي الله عنها) বিনতে খোযায়মা উম্মুল মাছাকীন-বনী হেলাল, আরবী।
৯। হযরত মায়মুনা (رضي الله عنها) বিনতে হারেছ-বনী হেলাল, আরবী।
১০। হযরত জোয়াইরিয়া (رضي الله عنها) বিনতে হারেছ -বনী মোসতালাক, আরবী।
১১। হযরত ছফিয়া (رضي الله عنها) বিনতে হুয়াই -বনী নাযির, ইসলাইলী, খায়বর।
১২। হযরত মারিয়া কিবতিয়া (رضي الله عنها) -মিশরীয় কিব্তী বংশ।
পবিত্র সন্তান সন্তুতি :
১। হযরত কাছেম (رضي الله عنه)
২। হযরত আবদুল্লাহ (رضي الله عنه) (তৈয়্যেব ও তাহের উপাধী)।
৩। হযরত ইব্রাহীম (رضي الله عنه)
৪। হযরত জয়নব (رضي الله عنها)
৫। হযরত রোকাইয়া (رضي الله عنها)
৬। হযরত উম্মে কুলছুম (رضي الله عنها)
৭। হযরত ফাতিমা (رضي الله عنها), বেহেস্তী মহিলাগণের ছরদার এবং পরবর্তী আওলাদে রাসূলগণের জননী।
(হযরত ইবরাহীম (رضي الله عنه) মারিয়া কিবতিয়া (رضي الله عنها) -এঁর গর্ভে এবং অন্যান্য ৬ অথবা ৮ জন সবাই হযরত খাদিজার (رضي الله عنها) এর গর্ভে।