৬১ – بَابُ مَا جَاءَ فِيْ التَّسْبِيْحِ لِلرِّجَالِ وَالتَّصْفِيْقِ لِلنِّسَاءِ
১৬৪ – أَبُوْ حَنِيْفَةَ: عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ رَسُوْلَ اللهِ سَنَّ فِي الصَّلَاةِ إِذَا نَابَهُمْ فِيْهِ شَيْءٌ: اَلتَّسْبِيْحَ لِلرَّجُلِ، وَالتَّصْفِيْقَ لِلنِّسَاءِ.
বাব নং ৭৩. ৬১. নামাযে ভুল প্রকাশ করার জন্য পুরুষের তাসবীহ এবং মহিলাদের হাতে তালি দেওয়া
১৬৪. অনুবাদ: ইমাম আবু হানিফা নাফে থেকে, তিনি ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) নামাযের মধ্যে এই পদ্ধতি শিক্ষা দিয়েছেন যে, যখন তাদের (মুক্তাদীদের) নামাযে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হয়, (যার উপর ইমামকে লোকমা দিতে হয়) তা হলে পুরুষরা তাসবীহ তথা সুবহানাল্লাহ বলবে আর মহিলারা হাতের উপর হাত রেখে আওয়ায দিবে। (আল মু’জামুল কবীর, ৬/১৩৮/৫৭৬৫)
ব্যাখ্যা: মহিলাদের জন্য উচ্চস্বরে আওয়ায করে তাসবীহ বলা এই জন্য নিষেধ করা হয়েছে, যাতে তাদের আওয়ায অন্য পুরুষ শুনতে না পায়। তাই কোন কোন আলিমের মতে মহিলাদের কণ্ঠস্বরও সতরের মধ্যে গণ্য।