আনাস (রাঃ) হতে বর্নিত –
একদিন তিনজন ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রীগণের নিকটে এলো তাঁর ইবাদত-বন্দেগী সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। অতঃপর যখন রাসূলের ইবাদত সম্পর্কে তাদেরকে অবহিত করা হল। তখন তারা নবীজির এবাদতকে কম মনে করল এবং বলল, নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে আমরা কত দূরে! তাঁর আগে-পিছের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। অতঃপর তাদের একজন বলল, আমি এখন থেকে সর্বদা সারা রাত নামাযে রত থাকব। অন্যজন বলল, আমি প্রতিদিন রোজা রাখবো, কখনো ইফতার করবো না। অন্যজন বলল, আমি নারীসঙ্গ থেকে দূরে থাকবো, কখনো বিয়ে করবো না। এমন সময় রাসূলুল্লাহ মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাদের মধ্যে উপস্থিত হলেন এবং বললেন, তোমরাই কি সেই লোকেরা, যারা এমনামন কথা বলছিলে? শুনে রাখ, আল্লাহর কসম! আমি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহভীরু ও সর্বাধিক পরহেযগার। কিন্তু আমি রোজা রাখি আবার ছেড়েও দেই। নামাজ পড়ি, নিদ্রাও যাই। আমি বিবাহ করেছি। অতএব, যে ব্যক্তি আমার সুন্নাত হতে মুখ ফিরিয়ে নিবে, সে ব্যক্তি আমার শরী‘আতের অন্তর্ভুক্ত নয়’।
(বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪৫
হাদিসের মান: সহীহ)
নবীজী (ﷺ) সুন্নাহ থেকে যে মুখ ফিরিয়ে নিবে সে শরীয়াতের অন্তর্ভুক্ত নয়ঃ
পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।