নবীজি ﷺ‎‎ আল্লাহকে সরাসরি দেখেছেন

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

নবীজি আল্লাহকে সরাসরি সামনা সামনি দেখেছেন

হযরত জাবের (رضي الله عنه) বলেন যে, রাসূলে করিম ( ﷺ‎‎) ‘অলাক্বাদরায়াহু নাজলাতান উখরা’ এর ব্যাখ্যা প্রশঙ্গে এরশাদ করেন, “আমি আমার প্রভূকে একেবারে সামনা-সামনি দেখেছি, ইহাতে কোন সন্দেহ নাই এবং ‘ইন্দা ছিদরাতিল মুন্তাহার’ এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, আমি তাঁকে ছিদরাতুল মোন্তাহার নিকটে দেখেছি। এমনকি প্রভূর চেহারার নুর আমার সামনে বিচ্ছুরিত হয়েছে।(গুনিয়াতুত্তালেবীন, [কৃত: গাউছে পাক আব্দুল কাদের জিলানী (রাঃ] ১ম জি: ৬৫ পৃ:;) ইহার কোন সনদ আমি খুজে পাইনি।

—————————–

আল্লাহর চেহারার নূর থেকে নবীজিকে সৃষ্টি করা হয়েছে

قال الله تعالى خلقت محمدا من نور وجهى

-“মহান আল্লাহ তা’আলা বলেন: আমি মুহাম্মদ ( ﷺ‎‎) কে আমার চেহারার নূর থেকে সৃষ্টি করেছি।”(গাউছে পাক: ছেররুল আছরার, [কৃত: হুজুর গাউছে পাক আব্দুল কাদের জিলানী (রা:)] ৪৮ পৃ:;)

ইহার কোন সনদ নেই। সর্বোপরি ইহা মোতাশাবিহাতের অন্তর্ভূক্ত অথবা বাতিল।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment