পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
নবীজির ইলিম আবু বকর (رضي الله عنه)’র ছিনায় দেওয়া হয়েছে
وعن النبي صلى الله عليه وسلم مَا صَبَّ اللَّهُ فِي صَدْرِي شَيْئًا إِلَّا صَبَبْتُهُ فِي صَدْرِ أبي بكر
-“রাসূল ( ﷺ) হতে বর্ণিত আছে: আল্লাহ আমার ছিনায় যা বাতেনী এলেম দান করেছেন আমি তা আবু বকরের ছিনায় রেখে গেলাম।(আব্দুর রহমান ইবনে আব্দুস সালাম ওফাত ৮৯৪ হিজরী: নজহাতুল মাজালিছ ওয়া মুন্তাখাবুন নাফাইছ, ২য় খন্ড, ১৪৭ পৃ:; যিয়াউদ্দিন আবু হাফ্ছ ওফাত ৬২২ হিজরী: আল মুগনী আনিল হুফ্ফাজ ওয়াল কিতাব, ১ম খন্ড, ১৪৭ পৃ:; ইমাম মোল্লা আলী ক্বারী: আসরারুল মারফুয়া, ১ম খন্ড, ৪৭৬ পৃ:; আল হাদিকাতুন নাদিয়া ফি ত্বারিকাতিল নক্সবান্দিয়া; অধ্যক্ষ আব্দুল জলীল: নূর নবী, পৃ: ১২২; ফতোয়ায়ে দারুস সুন্নাত, ২য় খন্ড;) ইহার কোন সনদ আমি খুজে পাইনি।