হযরত মাছরূক্ব (রাঃ) হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) এর কাছে জিজ্ঞেস করলেন, হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)-ঘরের মধ্যে সবচে বেশী কোন বিষয়ে আলোচনা করতেন? বললেন তিনি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)-অনেকাংশে এটাই বলতেন যে, মানুষের কাছে যদি স্বর্ণ ভরতী দু’টি ময়দানও থাকে, তবু তার মন তুষ্ট হবে না, বরং তৃতীয় আরেকটি ময়দান পেতে আকাংখা করবে।
মানুষের পেট মাটি ছাড়া আর কোন জিনিসেরই ভরে না, (অর্থাৎ মরনের পরেই আশা আকাংখার ধারা খতম হয়)।
অতঃপর বলেলেন, তিনি হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)– আরো বললেন, আল্লাহ্ তা’আলা তওবা কারীদের তওবা কবুল করেন। আর আল্লাহ তা’আলা এই মাল-সম্পদ এ জন্যেই দান করেন যেন এদ্বারা আল্লাহর এবাদত ও আদেশ পালন করার ক্ষেত্রে শক্তি অর্জন করতে পারে এবং এত্থেকে জাকাত দিতে পারে।
ধন-দৌলতের উদ্দেশ্য
পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।





Users Today : 310
Users Yesterday : 767
This Month : 14732
This Year : 186603
Total Users : 302466
Views Today : 31203
Total views : 3607946