দরসে হাদিসঃ উসীলা ও শানে মুস্তফা (ﷺ)

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

আসমা বিনতে আবু বকর (রাঃ) এঁর নিকট রাসূলুল্লাহ ﷺ এঁর ব্যবহৃত জুব্বা মোবারক ছিল। তিনি বলেন, এটি আয়শা (রা.) এঁর ওফাতের পূর্ব পর্যন্ত তাঁর (আয়শা রা.) কাছেই ছিল। তাঁর ওফাতের পর আমি এটি নিয়েছি। নবী ﷺ এটি পরিধান করতেন। তাই আমরা রোগীদের শিফা (রোগমুক্তি) হাসিলের জন্য এটি ধৌত করি এবং সে পানি তাদেরকে পান করিয়ে থাকি।

[সহীহ মুসলিম ৫৩০২]

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment