তিন ব্যক্তি, তিন কথা আর পরিস্থিতি

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হুজুর আকদাছ হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)- এরশাদ করেছেন- আমি নিশ্চিত করে বলছি যে, তিন মানুষের মধ্যে তিন কথার করণে অবশ্যই তিনটি অবস্থার সৃষ্টি হয়ে থাকবে।
১। যে ব্যক্তি শুধু দুনিয়ার মাধ্যেই নিমজ্জিত থাকে
২। যে ব্যক্তি দুনিয়ার প্রতি অত্যন্ত লোভী হয়
৩। যে ব্যক্তি দুনিয়ার মাল-সম্পদের ব্যাপারে কৃপন হয়, এমন তিন গুনে গুনানিন্বত ব্যক্তিদের মধ্যে অবশ্যই এই তিনটি অবস্থার সৃষ্টি হবে।
১। এমন অভাব দেখা দেবে যে, সে আর কখনো মাল-সম্পদের মুখ দেখবে না।
২। এমন ব্যস্ততা দেখা দেবে যে, তার কপালে কোন দিন অবসর সময় জুটবে না।
৩। এমন চিন্তা–পেরেশানী দেখা দেবে, যেখানে খুশী ও আনন্দের ঝলক মাত্রও থাকবেনা।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment