তালাক নিয়ে খেল-তামাশা করা হারাম

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

৪- بَابُ مَا جَاءَ فِيْ حُرْمَةِ اللَّعَبِ بِالطَّلَاقِ

٢٨٩- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ أَبِيْ إِسْحَاقَ، عَنْ أَبِيْ بُرْدَةَ، عَنْ أَبِيْهِ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهُ : مَا بَالُ قَوْمٍ يَلْعَبُوْنَ بِحُدُوْدِ اللهِ؟! فَقَالَ: وَيَقُوْلُوْنَ: قَدْ طَلَّقْتُكِ، قَدْ رَاجَعْتُكِ.

বাব নং ১৩৭. ৪. তালাক নিয়ে খেল-তামাশা করা হারাম

২৮৯. অনুবাদ: ইমাম আবু হানিফা আবু ইসহাক থেকে, তিনি আবু বুরদা থেকে, তিনি তার পিতা থেকে, তিনি বলেন, রাসূল (ﷺ)  এরশাদ করেন, লোকদের কি হলো তারা আল্লাহর বিধান নিয়ে খেল-তামাশা করে? তারা বলে আমি তোমাকে তালাক দিলাম আবার (বলে) তোমাকে ফিরিয়ে আনলাম। 

(ইত্তেহাফুল খিয়ারাহ, ৪/১৪৭/৩৩১১)

ব্যাখ্যা: নারীদেরকে কোণঠাসা করার জন্য একটি পদ্ধতি ছিল যে, স্বামী তার স্ত্রীকে তালাক দেয়ার পর ইদ্দতের মধ্যেই ফিরিয়ে নিত। পুনরায় তালাক দিয়ে আবার ফিরিয়ে নিত। দীর্ঘদিন ধরে এভাবে অসহায় নারীদেরকে নির্যাতন করত। তাই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে الطلاق مرتان বলে (তালাক দু‘বার) তালাকের নীতিমালা ঘোষণা করে এই অপকর্ম রোধ করা হয়। চূড়ান্তভাবে ঘোষণা করা হলো যে, تلك حدود الله فلا تعتدوها “এটা আল্লাহর বিধান, সুতরাং তোমরা এর সীমাতিক্রম করো না।”

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment