আল্লামা সৈয়দ মাহমুদ আলুসী বাগদাদী স্বীয় ‘তাফসিরে রুহুল মায়ানী’ সূরা ফাতাহ এর ২৬ নং আয়াত والزمهم كلمة التقوى এর ব্যাখ্যায় লিখেছেন-
وارجح الاقوال هى هذه الكلمة ما روى مرفوعا- وذهب اليه الجم الغفير- ولعل ما ذكر فى الاخبار السابقة من باب الكتفاء والمراد لا اله الا الله محمد رسول الله
অর্থ: উলামায়ে কেরামদের বড় একটি জামাত এ কালিমাকে মরফু বর্ণনার আলোকে সকল অভিমতের উপর প্রাধান্য দিয়েছেন। আর এ কালিমা দ্বারা মুরাদ হল- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।’
তাফসিরে তাবারি
=========
ইমাম আবুজাফর মুহাম্মদ বিন জারির আত তাবারি স্বীয় তাফসিরগ্রন্থে সূরা ফাতাহ এর ২৬নং আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন-
حدثنى ابن البرقى قال: ثنا عمرو بن ابى سلمة عن سعيد بن عبد العزيز عن عطاء الخراسانى (والزمهم كلمة التقوى) قال لا اله الا الله محمد رسول الله
অর্থ: আমার নিকট বর্ণনা করেছেন ইবনুল বারক্বী, তিনি বলেন- আমাদের কাছে বর্ণনা করেছেন আমর ইবনু আবি সালমাহ, তিনি বর্ণনা করেছেন সাঈদ বিন আব্দুল আজিজ থেকে তিনি বর্ণনা করেছেন আতা আল খুরাসানী থেকে।
আল্লাহর বাণী (এবং আল্লাহ তাদের জন্য কালিমায়ে তাকওয়া অপরিহার্য করে দিলেন) আতা আল খুরাসানী বলেন কালিমায়ে তাকওয়া হল- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।’
তাফসিরে দুররে মানসুর
===========
ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে দুররে মানসুর গ্রন্থে সূরা ফাতাহ এর ২৬ নং আয়াতের ব্যাখ্যায় বলেন-
واخرج عبد بن حميد وابن خرير عن عطاء الخراسانى رضى الله عنه (والزمهم كلمة التقوى) قال لا اله الا الله محمد رسول الله
অর্থ: আব্দ বিন হুমাইদ এবং ইবনে জারির হযরত আতা আল খুরাসানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন- তাকওয়ার কালিমা হল ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।’