মুযাফফর বিন মুহসিন তার এ বিভ্রান্তিকর পুস্তজায়নামাজে / মুসল্লায় দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু দোয়া পড়া বিদআত নয় সুন্নতঃ
⛔ হযরত আলী ইবনে আবী তালিব (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (ﷺ) এর অভ্যেস ছিল যখন তিনি সালাত আদায়ের জন্যে দাঁড়াতেন তখন বলতেন,
উচ্চারণঃ
“ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাস সামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকীন। কুল ইন্না সালাতী ওয়া নুসূকী ওয়া মাহইয়ায়া ওয়া মামাতী লিল্লাহি রাব্বিল আলামীন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমীন।
অর্থঃ
[আমি পূর্ণ নিষ্ঠার সাথে আমার মুখ সেই সত্ত্বার দিকে ফিরিয়ে নিয়েছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। আর আমি তাদের মধ্যে নই যারা তাঁর সাথে অন্যকে শরীক করে।]
→(সূরা আন’আম ৭৯ নং আয়াত)
[বস্তুত আমার সালাত, আমার কুরবানী , আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক। তাঁর কোন শরীক নেই, আমার উপর তারই হুকুম হয়েছে এবং অনুগতদের মধ্যে আমিই প্রথম আনুগত্যকারী (মুসলমান)।”]
Reference :
★ ইমাম ইবনে আবি শায়বাহ (রহঃ) : আল-মুসনাদে ইবনে আবি শায়বাহ : ১/২১০ পৃ. হা/২৩৯৯,
★ ইমাম ইবনে খুজায়মা (রহঃ) : আস-সহীহ ইবনে খুজায়মা, ১/২৬৪ পৃ. হা/৪৬২,
★ ইমাম আহমদ ইবনে আম্বল (রহঃ), আল-মুসনাদে আহমদ, হা/৭২৯,
★ ইমাম তাবরানী (রহঃ) : আল-মুজামুল আওসাত, হা/৪৫৫২
★ ইমাম দারেমী (রহঃ) [ইমাম মুসলিম (রহঃ) এর উস্তাদ) : সুনানে দারেমী, হা/১২৭৪,
★ ইমাম নাসাঈ (রহঃ) : সুনানে নাসাঈ, হা/৮৯৭,
★ ইমাম নাসাঈ (রহঃ) : সুনানুল কোবরা : হা/৯৭৩
★ লেখকঃ শায়েখ ইমাম ইব্রাহীম হালাবী হানাফী (রহঃ) [ওফাত-১৫৪৯ ইং]
কিতাবঃ হালাভী কবিরী, পৃঃ ২৯৬
★ লেখকঃ মাওলানা আব্দুর রহিম
কিতাবঃ তুহফাতুল আহওয়াযীঃ ১ম খন্ড, ১০০ পৃষ্ঠা
হাদিসের সনদমানঃ সহিহ
এ হাদিসের সমস্ত রাবী সিকাহ। তাবেয়ী উবায়দুল্লাহ বুখারী মুসলিমের রাবী। এ হাদিসটিকে
⛔ ইমাম ইবনে খুজায়মা (রহঃ)
→“তাকবীর তাহরীমা ও কিরাতের মধ্যবর্তী সময়ে বিভিন্ন যিকির দোয়া বলার পরিচ্ছেদ-৪২।”
(ইমাম ইবনে খুজায়মা, আস-সহীহ, ১/২৬৪ পৃ.)
⛔ ইমাম বাগভী (রহঃ) এই দোয়া
→ “যে দোয়া দিয়ে নামাযের শুরু হয়।”
(ইমাম বাগভী, শরহে সুন্নাহ, ৩/৩৪ পৃঃ হা/৫৭২)
এ শিরোনামে সংকলন করেন।
⛔ ইমাম বায়হাকী (রহঃ) সংকলন করেনঃ
-“ইমাম শাফেয়ী (রহঃ) বলেন, আমাদের কাছে হাদিস এসেছে যে হযরত আলী (রাঃ) হতে বর্ণিত, রাসূল (ﷺ) নামায শুরু করার পূর্বে এই বাক্য বলতেন..”ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাস সামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকীন।”
Reference :
★ ইমাম বায়হাকী (রহঃ) : আল-মারিফাতুল সুনানি ওয়াল আছার, ২/৩৪৫ পৃ. হা/২৯৯২
⛔ ইমাম তাবরানী (রহঃ) আরেকটি হাদিস সংকলন করেন,
-“হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) বলেন, রাসূল (ﷺ) যখন নামায শুরু করতে যেতেন তখন বলতেন,
“ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাস সামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকীন।”
Reference :
★ ইমাম তাবরানী (রহঃ) : কিতাবুদ দোয়া, ১১৭১পৃ. হা/৫০০
⛔ তাবেয়ী ইমাম আতা (রহঃ) এ দোয়া বলে নামায শুরু করতেন।
★ ইমাম আব্দুর রাজ্জাক (রহঃ) : আল-মুসান্নাফ, ২/৮২ পৃ. হা/২৫৭১।
⛔ ইমাম তাহাবী (রহঃ) [২২৯-৩২১হিঃ] এই বিষয়ক হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
★ ইমাম তাহাভীঃ শরহে মানীল আছার, ১/১৯৯ পৃ. ১১৮১-৮৫
⛔ ইমাম আবু হানীফা (রহঃ) এর সেরা ছাত্রদের মধ্যে অন্যতম যাকে ইমামে আজমের ছাত্রদের মধ্যে ইমাম মুহাম্মদ (রহঃ) এর সাথে তুলনা করা যেতে পারে একজন শিষ্য ছিলেন সেই ইমাম আবু ইউসুফ (রাহমতুল্লাহি আলাইহি) এর বর্ণনায় রয়েছে যে,
নিয়্যত ও তাকবীরে তাহরীমার পূর্বে তাওজীহ তথা “[ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাস সামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকীন-(সূরা আনআম ৭৯)] পাঠ করা উচিত।
কৃতঃ Masum Billah Sunny





Users Today : 201
Users Yesterday : 767
This Month : 14623
This Year : 186494
Total Users : 302357
Views Today : 5090
Total views : 3581835