❏ হযরত আসমা বিনতে আবু বকর (رضي الله عنه) থেকে বর্ণিত, নবী করিম (সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লা) একবার সালাতুল কুসূফ তথা সূর্য গ্রহণের নামায আদায় করলেন। তিনি নামাযে কিয়াম রুকু ও সিজদা সমূহ দীর্ঘক্ষণ করে করে আদায় করেন। সালাত শেষ করে ফিরে দাঁড়িয়ে বললেন, জান্নাত আমার খুবই নিকটে এসে গিয়েছিল এমনকি আমি যদি চেষ্টা করতাম তাহলে জান্নাতের একগুচ্ছ আঙ্গুর তােমাদের এনে দিতে পারতাম। আর জাহান্নামও আমার একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছিল এমনকি আমি বলে উঠলাম, ইয়া রব! আমিও কি তাদের সাথে? আমি একজন স্ত্রী লােককে দেখতে পেলাম। ●৪১৭
_____________________________
৪১৭. [ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল (رحمة الله), সহীহ বুখারী শরীফ, আরবী, ইউপি, ইন্ডিয়া, পৃ:১০৩]
❏ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম এর যুগে একবার সূর্যগ্রহণ হয়েছিল। তখন তিনি এজন্য সালাত আদায় করেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! সালাতে দাঁড়ানাে অবস্থায় আপনাকে দেখলাম যেন কিছু একটা ধরতে যাচ্ছিলেন, কিন্তু পরে দেখলাম, আবার পিছিয়ে এলেন। তিনি বললেন, আমাকে জান্নাত দেখানাে হয় এবং তারই একটি আঙ্গুরের ছড়া নিতে যাচ্ছিলাম। আমি যদি তা নিয়ে আসতাম, তাহলে দুনিয়ার স্থায়িত্বকাল পর্যন্ত তােমরা তা খেতে পারতে। ●৪১৮
_____________________________
৪১৮.[ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল (رحمة الله), সহীহ বুখারী শরীফ, আরবী, ইউপি, ইন্ডিয়া, পৃ:১০৩]






Users Today : 895
Users Yesterday : 1502
This Month : 10147
This Year : 149624
Total Users : 265487
Views Today : 3708
Total views : 3215821