*জওয়া‘হিরুল কুর’আন (পর্ব-১৫১)*

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

মূল: হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী (রহ.)

অনুবাদ: কাজী সাইফুদ্দীন হোসেন

[ইংরেজি অনুবাদক মুহাম্মদ আবূল ক্বা’সেম কর্তৃক লিখিত ভূমিকা ও টীকা-টিপ্পনীসহ]

*সূরাহ শু’আরা হতে চৌদ্দটি আয়াত (ومن سورة الشُّعَراء أَرْبَعَ عَشْرَةَ آية):

আল্লাহতায়ালা ঘোষণা করেন:

فَلاَ تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَـٰهاً آخَرَ فَتَكُونَ مِنَ ٱلْمُعَذَّبِينَ، وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلأَقْرَبِينَ، وَٱخْفِضْ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ، فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّي بَرِيۤءٌ مِّمَّا تَعْمَلُونَ، وَتَوكَّلْ عَلَى ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ، ٱلَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ، وَتَقَلُّبَكَ فِي ٱلسَّاجِدِينَ، إِنَّهُ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ، هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَاطِينُ، تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ، يُلْقُونَ ٱلسَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَ، وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُونَ، أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ، وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لاَ يَفْعَلُونَ، إِلاَّ ٱلَّذِينَ آمَنُواْ وَعَمِلُواْ ٱلصَّالِحَاتِ وَذَكَرُواْ ٱللَّهَ كَثِيراً وَٱنتَصَرُواْ مِن بَعْدِ مَا ظُلِمُواْ وَسَيَعْلَمْ ٱلَّذِينَ ظَلَمُوۤاْ أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ.

অর্থ: অতএব, আল্লাহ ছাড়া অন্য কোনো খোদার পূজা কোরো না। করলে তোমার উপর শাস্তি হবে। এবং হে মাহবূব (ﷺ), আপনি নিকটাত্মীয়বর্গকে সতর্ক করুন। এবং আপন দয়ার ডানা প্রসারিত করুন আপন অনুসারী মুসলমানদের জন্যে। সুতরাং যদি তারা আপনার নির্দেশ অমান্য করে, তবে বলে দিন, ‘আমি তোমাদের কর্মগুলোর সাথে সম্পর্কহীন।’ এবং তাঁরই উপর নির্ভর করুন, যিনি পরম সম্মানিত, দয়ালু; যিনি আপনাকে দেখেন যখন আপনি দণ্ডায়মান হন (ওয়াক্তিয়া নামাযে)। এবং নামাযীদের মধ্যে অপনার পরিদর্শনার্থে ভ্রমণকেও। নিশ্চয় তিনিই শুনেন, জানেন। আমি কি তোমাদেরকে বলে দেবো – কার নিকট অবতীর্ণ হয় শয়তানবর্গ? তারা অবতীর্ণ হয় প্রত্যেক জঘন্য অপবাদ রটনাকারী পাপীর নিকট; শয়তানবর্গ তাদের শ্রুত কথা এদের প্রতি নিক্ষেপ করে এবং তাদের মধ্যে অধিকাংশ মিথ্যাবাদী। এবং কবিদের অনুসরণ পথভ্রষ্টরাই করে থাকে। আপনি কি দেখেন নি যে, তারা প্রত্যেকটি উপত্যকায় হতাশার মধ্যে ঘুরে বেড়ায়? এবং তারা তা বলে যা করে না; কিন্তু ওই সব মানুষ যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেছে এবং প্রতিশোধ গ্রহণ করেছে এর পর যে, তাদের উপর/প্রতি জুলম্ হয়েছে এবং এখন জানতে চায় জালিমবর্গ যে, কোন্ পার্শ্বের উপর তারা পলট খাবে। [কুর’আন, ২৭/২১৩-২২৭; হাকিমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন রহমতুল্লাহি আলাইহি প্রণীত নূরুল ইরফান শীর্ষক তাফসীরগ্রন্থ] {অনুবাদক আবূল কাসেম সাহেবের নোট: “এবং হে মাহবূব (ﷺ), আপনি নিকটাত্মীয়বর্গকে সতর্ক করুন। এবং আপন দয়ার ডানা প্রসারিত করুন আপন অনুসারী মুসলমানদের জন্যে” (وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلأَقْرَبِينَ، وَٱخْفِضْ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ) – মর্মে আয়াতটি মক্কায় অবতীর্ণ হওয়ার পরে প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রকাশ্যে দ্বীন প্রচার আরম্ভ করেন। ইতিপূর্বে তিনি তা গোপনে প্রচার করে আসছিলেন।}

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment