পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হযরত আব্দুর রহমান (রাঃ) এর কাছে বললেন, আমি তিনটি জিনিসের উপর কসম খাইতে পারি। আপনি চতুর্থ জিনিসটির উপর কসম খেলে, আমি আপনার কসমের সত্যায়ন করবে।
১। আল্লাহ্ পাক যাকে দুনিয়াতে বন্ধু বানাবেন, তাকে কিয়ামতেও বন্ধু বানাবেন, অন্যকে নয়।
২। মুসলমান (যতই দুর্বল ঈমানের হোক) তার সাথে কনো অমুসলমানের মত আচরণ করবেন না।
৩। যে ব্যক্তি যাকে ভালবাসবে, কিয়ামতে যে তার সাথেই থাকবে।
৪। আল্লাহ্ তা’আল দুনিয়াতে যার দোষ ঢেকে রাখবেন, আখোরাতেও তার দোষ অবশ্যই গোপন রাখবেন। اَللَّهُمَّ اجْعَلْنَا مِنْهُمْ “হে আল্লাহ্! আমাদেরকে তাদের মধ্যে গন্য করুন। আমীন”।






Users Today : 313
Users Yesterday : 767
This Month : 14735
This Year : 186606
Total Users : 302469
Views Today : 32556
Total views : 3609299