চারটি জিনিস হৃদয়কে কঠিন করে তোলে

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

১। পেট ভরে আহার করা (অর্থাৎ হালাল রিযিকে পেট ভরে খেলেও অন্তর শক্ত হয়ে যায়, তাহলে হারাম রিযিক দ্বারা পেট ভরলে তো কথাই নাই)।

২। অসৎ লোকের সংস্পর্শে, সাহচার্যে থাকা
৩। পুরাতন গুনাহ ভুলে যাওয়া
৪। আশা-আকাংখা বৃদ্ধি পাওয়া।
সুতরাং প্রত্যক মোমিন ব্যক্তির উচিৎ, দুনিয়ার আশা-আকাংখা যত সম্ভব কম করে আখেরাতের ফিকিরে লেগে যাওয়া, কেননা কে জানে যে, কখন মরনের ডাক এসে যায, আর মানুষ তাঁর পুঞ্জিভূত সম্পদ ছেড়ে চেলে যেতে বাধ্য হয়, পরবর্তী শ্বাস নিতে পারবে কিনা বা পরবর্তী কদম উঠাতে পারবে কিনা? তাতো কেউ জানে না।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment