গরীবের আশ্চর্য ও বিস্ময়কর উদাহরণ

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

কোন এক চিন্তাবিদ সুন্দর বলেছেন যে, দরীদ্র ব্যক্তি ধনী ব্যক্তিদের জন্যে ধোপা, ডাক্তার, ডাক পিয়ন, রক্ষক দারোয়ান ও সুপারিশ কারী স্বরূপ।
১। ধোপা: এই হিসেবে হয় যে, ধনী লোক গরীবকে সদকা দান করে ফলে তার মাল পাক-সাফ হয়ে যায় (সুতরাং গরীব লোক যেন ধনী লোককে ধৌত করে পাক-সাফ করে দেয়)।
২। ডাক্তার: এই হিসেবে হয় যে, গরীবকে সদকা দিলে মালদার ব্যক্তি আরোগ্য লাভ করে, (ডাক্তার তো রোগ আরোগ্যের ব্যবস্থাই করে)।
৩। ডাক পিয়নঃ এই হিসেবে হয়, মালদার ব্যক্তি গরীবকে সদকা দিয়ে নিজের মরহুম আত্নীয় স্বজনদের জন্যে ছওয়াব পৌছায়, (গরীব না হলে মৃতদের জন্যে ছওয়াব কী ভাবে পৌঁছানো যেতো) ।
৪। রক্ষকঃ এই হিসেবে যে, ধনী লোক দান-খয়রাত করলে গরীবলোক তাঁর জন্যে দোয়া করে, যদ্দরুন তার মাল-সম্পদ হেফাজতে থাকে।
৫। সুপারিশকারী হবে এই ভাবে যে, দরীদ্র লোক হাশর ময়দানে স্বীয় দাতা মালদার ব্যক্তির গুনাহ মাফের জন্যে সুপারিশ করবে।
সুতরাং মালদার ব্যক্তিগণকে গরীব ফকীর মিসকীনদের প্রতি কৃতজ্ঞ থাকা চাই।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment