গরীবদের পাঁচটি বৈশিষ্ট

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

হযরত ফকীহ আবুল লাইস (রহঃ) বলেন যে, হাদীস শরীফে গরীবদের পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে-
১। গরীবদের প্রত্যেক আমলের ছওয়াব ধনীদের চেয়ে বেশী লাভ হয়, (যদিও উভয়ের আমল সমানই হয়)।
২। গরীব যদি দারীদ্রতার কারনে নিজের কোন আশা-আকাংখা পুরণ করতে না পারে, তাহলে তাকে প্রতিদান দেয়া হবে (যদি সে সবর (ধৈর্য ধারণ) করে থাকে।
৩। গরীব ধনীদের আগে জান্নাতে যাবে, (যদিও আমলের মধ্যে উভয়েই সমানে সমান হয়)।
৪। আখেরাতে গরীবের হিসাব সহজ হবে, (মাল-সম্পদের ব্যাপারে গরীব থেকে হিসাবের প্রশ্নই উঠবেনা)।
৫। কিয়ামত দিবসে ধনীদের অপেক্ষা গরীবরা কম লজ্জিত হবে, (সে সময় ধনীরা বলবে – আফছোছ! আমরাও যদি গরীব হতাম)।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment