খেজাব করার বর্ণনা
✍ কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) ➡ মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]
❏ মাসয়ালা: (২৪৩)
কালো খেজাব করা মাকরূহ। পবিত্র হাদীসে বর্ণনা করা হয়েছে যে, কালো খেজাব দোযখীদের, তবে সাধারণ খেজাব উত্তম।
➠হুজুর (ﷺ) হযরত আবু কাহাফা (رضي الله عنه)কে ফতেহ মক্কার (মক্কা বিজয়ের) দিন এরশাদ করেছেন- “এই বৃদ্ধাবস্থার পরিবর্তন কর এবং কালো খেজাব হতে বিরত থাক।” লাল এবং হলুদ খেজাব করার জন্য বলেছেন। এই দুটো খেজাব মুসলমানদের জন্য।
➠হযরত ছিদ্দিকে আকবর (رضي الله عنه) এই উভয় খেজাব লাল ও হলুদ খেজাব সংমিশ্রন করে ব্যবহার করতেন। তবে রাসূল (ﷺ) খেজাব করার প্রমাণ নাই।
➠আর সেই হাদিস যেটি মুহাম্মদ ইবনে আক্বীল (رضي الله عنه) হযরত আনাস (رضي الله عنه) থেকে নকল করেছেন যে আমি হযরত (ﷺ)-এর চুল মোবারক খেজাবকৃত দেখেছি, এর মর্মার্থ হচ্ছে রাসূল (ﷺ) রওগৌন খুশবু যার মধ্যে رزدى এবং سرخى রং ছিল লাগায়েছিলেন। এর দ্বারা চুল মোবারক খেজাবকৃত মনে হয়েছিল। না হয় হুজুর (ﷺ) খেজাব দেওয়ার সীমায় পৌঁছেনি অর্থাৎ হুজুর (ﷺ)-এর চুল মোবারক খেজাব করতে হবে সে রকম সাদা হয়নি। শুধুমাত্র ঊনিশটি চুল মোবারক সাদা হয়েছিল।






Users Today : 413
Users Yesterday : 767
This Month : 14835
This Year : 186706
Total Users : 302569
Views Today : 41210
Total views : 3617953