খারেজী বাতিল ফির্কা সম্পর্কে হাদিসে ভবিষ্যৎবানী

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

খারেজী ফিত্না সম্পর্কে হাদিস সমূহঃ
যুগে যুগে খারেজী ও পথভ্রষ্ট ওহাবী সালাফীদের পরিচিতি হাদিস থেকেঃ
————————————
রসূলে করিম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত
সমস্ত কিছুর বয়ান নবুয়তের যবানে ইরশাদ করে
যান৷ এমনকি অদৃশ্যমান সত্তা আল্লাহ্’র
পরিচিতি থেকে শুরু করে জান্নাত,
জাহান্নাম, জান্নাতি কারা? তাদের আমল
কি? জাহান্নামী কারা? তাদের আমল কি
হবে? শুধু তা নয় বরং যারা যুগে যুগে ইসলামের
লিবাস পরিধান করে সরল মুসলমানদের
পথভ্রষ্ট করছে, করে যাবে তাদের আক্বিদা,
কাজ-কর্ম সম্পর্কেও বয়ান দিয়ে যান৷ যাতে
করে সুন্নি মুসলমান যেন তাদের পাল্লায়
পরে ঈমান না হারায়৷
তাদের ঐতিহাসিক নাম— “ খারেজী”— এই
নামটি যদিও এখন প্রচলিত নেই তবে কাজে-
কর্মে তার সঠিক পরিচয় আমরা পেয়ে থাকি
বর্তমান কাওমি বা ওহাবিদের মধ্যে ৷ কথায়
আছে- বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়! ঠিক
তেমনি বর্তমান ওহাবিদের কাজে- কর্মে
আমরা প্রমাণ পাই তাদের সত্যিকার পরিচয় – “
খারেজী সম্প্রদায় ”৷
আমাদের সতর্কতার জন্য এ বিষয়ে আজ থেকে
১৪০০ বৎসর পুর্বেই হাদিসে পাকে অদৃশ্য
জ্ঞানের ভান্ডার নবী হযরত মুহাম্মদ
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামা এই খারেজী সম্প্রদায়ের
চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেন৷
নিম্নে তার কিছু প্রামাণ্যচিত্র তুলে ধরলাম!

সহীহ বোখারী শরীফ, খন্ড-৬, পৃষ্ঠা- ৬২৩ঃ
হুজুর (দঃ) ইরশাদ করেন, শেষ যামানায় একটি
সম্প্রদায় বের হবে৷
– তারা সুন্দর কোরআন
তিলাওয়াত করবে, কিন্তু তা কন্ঠনালীর
নিচে যাবে না শুধু মুখ থেকে আসবে৷

– তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে,
তীর যেমন শিকারির ধনুক থেকে বেরিয়ে
যায়, কিন্তু দ্বিতীয় বার আর ফিরে আসে না৷

– যুগে যুগে তারা বের হতে থাকবে এক সময়
তাদের দলটি দজ্জালের সাথে ইসলামের
বিরোদ্ধে আক্রমন করবে৷

– অতঃপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল,
ইয়া রাসুলাল্লাহ্! তাদের আলামত কি?
তাদের চেনার উপায় কি?

– হুজুর নবী করিম (দঃ) বলেন, তাদের মাথা
মুন্ডানো থাকবে৷

১. মাথা মুন্ডানো থাকবে বেশী৷
( সহীহ বোখারী শরীফ, খ-২,, পৃ- ৬২৪)

২. সুন্দর কোরআন তিলাওয়াত করবে।
(সহীহ বোখারী শরীফ, খন্ড-৬, পৃ- ৬২৩)

৩. বেশি ইবাদত করবে- (যা লোক দেখানোর
উদ্দেশ্যে৷) যা দেখে মনে হবে যেন তাদের
নামাজের তুলনায় তোমাদের নামাজ কিছু
নয়, তাদের রোজার তুলনায় তোমাদের
রোজা কিছু নয়, তাদের হজ্জের তুলনায়
তোমাদের হজ্জ কিছু নয়৷
(সহীহ বোখারী শরীফ, খ-১, পৃ-৫০৯)

৪. তারা মানুষকে কোরআনের দিকে দাওয়াত
দেবে কিন্তু তাদের কাছে কোরআনের
চিটেপুটাও থাকবে না৷
(সুনানে আবি দাউদ শরীফ, খ- ২, পৃ- ৩১২)

৫. ধর্মের কথা বলবে কিন্তু তাদের কাছে
ঈমান থাকবে না৷ ঈমান থেকে সম্পুর্ণ মুক্ত
থাকবে৷
( সহীহ বোখারী শরীফ, খ-২, পৃ- ১০২৪)

৬. কম বয়স্ক ও বিবেকহীন হবে- সঠিক কোনটা
তা বুঝবে না৷
( সহীহ বোখারী শরীফ, খ- ২, পৃ- ১০২৪)

৭. কাফেরদের উপর অবতরণকৃত আয়াতগুলো
মুসলমানদের উপর আরোপ করবে৷
( সহীহ বোখারী শরীফ, খ-২, পৃ-১০২৬)

৮. মসলমানদের মুশরিক বলবে এবং তাদেরকে হত্যা করবে৷
(তাফসীরে ইবনে কাসীর, সুরা- আ’রাফ, আয়াত নং- ১৭৫)

৯. মুর্তিপুজারীদের ছেড়ে দেবে আর
মুসলিমদের হত্যা করবে৷
(সহীহ বোখারী শরীফ, খ-১, পৃ-৪৭২)

১০. তারাই দাজ্জালের সঙ্গি হবে।
(সহীহ বোখারী শরীফ, খ-২, পৃ-৬২৩)

১১. পায়ের হাটুর কাছাকাছি (দৃষ্টিকটু ভাবে কাপড় উঠিয়ে) পায়জামা পড়বে৷
(সহীহ বোখারী শরীফ, খ-২, পৃ-৬২৪)

১২. তোমাদের সাথে দেখা হলে, মনে
রাখবে তারাই সর্বনিকৃষ্ট মানুষ৷
( সহীহ মুসলিম শরীফ, খ-১, পৃ-৩৪৩, সুনানে আবি দাউদ,খ-২, পৃ-৩১২)

১৩. আমি যদি তাদের পেতাম তবে আদ্ ও
সামুদ সম্প্রদায়ের মতো হত্যা করতাম৷
(সহীহ বোখারী শরীফ, খ-১ ও ২, পৃ- ৪৭২, ৬৪৩)

বিঃদ্রঃ-ভালো লাগলো শেয়ার করুন, অবিকৃত
ভাবে কপি করুন আর এইসব আলামত কারো থাকলে কমেন্টে ঝগড়া না করে তাড়াতাড়ি তাওবা করুন।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment