খতমে গাউসিয়া শরীফ আদায়ের নিয়মঃ
১। দরূদ তাজ: একবার।
২। ইস্তিগফার : ১১১ বার
[আস্তাগফিরুল্লা-হাল্লাযী- লা-ইলা-হা ইল্লা- হুওয়াল্ হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আ’তূবু ইলায়হি।]
৩। দরূদ শরীফ : ১১১ (একশত এগার) বার। আল্লা-হুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা- মুহাম্মাদিন্ ওয়া আলা আ-লি সাইয়্যিদিনা- মুহাম্মাদিন্ ওয়া বা-রিক্ ওয়া সাল্লিম্ ।
৪। সূরা ফাতিহা : ১১ (এগার) বার
৫। সূরা আলাম্ নাশরাহ্ : ১১১ (একশত এগার) বার
বিসমিল্লাহির রহমানির রহীম্।
আলাম্ নাশরাহ্ লাকা সদরকা,
ওয়া ওয়া দ্বোয়া’না ‘আনকা উইরাকাল্ লাযী- আনক্বাদ্বা যােয়াহরাকা,
ওয়ারাফা’না- লাকা যিকরাকা।
ফা ইন্না মাআল্ ‘উসরে ইউরান্।
ইন্না মা’আল ‘উসরে ইউরান্।
ফা-ইযা ফারাগতা ফানছাব।
ওয়া ইলা রাব্বিকা ফারগাব।
৬। সূরা ইখলাছঃ ১১১১ (এক হাজার একশ’ এগার) বার।
[কুল হুয়াল্লাহু আহাদ । আল্লাহুস্ সামাদ। লাম্ ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান্ আহাদ।]
৭। কালিমা তাম্জীদ : ৫৫৫ (পাঁচশত পঞ্চান্ন)
[সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার । ওয়া লা-হাওলা ওয়া লা-কুওয়াতা ইল্লা-বিল্লাহিল্ আলিয়্যিল আযীম।]
৮। ৫৫৫ (পাঁচশত পঞ্চান্ন) বার।
[হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল; নি’মাল মাওলা ওয়া নিমান নাসীর।]
৯। সূরা ফাতিহা : ১১ (এগার) বার
১০। দরূদ শরীফঃ ১১১ (একশত এগার) বার (পূর্বের নিয়ম)
১১। [১১১ (একশত এগার) বার।]
সাহহিল্ ইয়া ইলা-হী ‘আলায়না- কুল্লা স’বিন বিহুরমাতি সাইয়্যি-দিল আবরার।
১২। [১১১ (একশত এগার) বার।]
ইলাহী বিহুমাতি হযরত খাজা শায়খ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
১৩। [১১১ (একশত এগার) বার।]
বিরাহমাতিকা ইয়া আর হামার রাহিমীন।
১৪। আল্লাহুম্মা আমীন্। ১১১ (একশত এগার) বার।
১৫। ইয়া রাব্বাল আলামীন ১ বার।
খতমে গাউসিয়া শরীফের উপরিউক্ত নির্ধারিত তাসবীহগুলাে আদায়ের পর হুজুর ক্বিবলা (র.)’র ইরশাদ অনুযায়ী নিন্মোক্ত তসবিহসমূহ আদায় করবেন।
১। [১১১ (একশত এগার) বার।]
আস্তাগফিরুল্লা হাল্লাযী লা-ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল-কাইয়্যমু, ওয়া ‘আতুবু ইলাইহি।
২। ১১১ (একশত এগার) বার
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী- সুবহা-নাল্লা-হিল আলিয়্যিল আজিম ওয়াবিহামদিহী আস্তাগফিরুল্লাহ।
৩। ১১১ (একশত এগার) বার
বিসমিল্লা-হিল্লা-যী- লা ইয়াদুররু মা’আ ইসমিহী- শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা- ফিস সামা-য়ী ওয়াহুওয়াস্ সামীউল আলী-মু।