কুতুবুল আওলিয়া সৈয়দ আহমদ কবীর রেফায়ি (র.)

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

ড. এ. এস. এম. ইউসুফ জিলানী

——————–

নাম ও বংশ পরিচয় :

তাঁর নাম সৈয়দ আহমদ কবীর রেফায়ী। কুনিয়ত বা উপনাম- আবুল আব্বাস, উপাধি- মুহিউদ্দিন। যেহেতু তাঁর পূর্বপুরুষগণের মধ্যে রেফাআ নামক একজন বুজুর্গ ছিলেন তাই তার দিকে সম্পৃক্ত করে তাকে রেফায়ি বলা হয়। বিশ্বব্যাপী তিনি এ নামেই প্রসিদ্ধ। তাঁর বংশ পরম্পরা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছেছে। তাই তাকে হোসাইনিও বলা হয়। তাঁর পিতার নাম শায়খ সৈয়দ আলী (র.) তিনি একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন। তার দাদা হযরত শায়খ সৈয়দ হাসান রেফায়াও একজন বিখ্যাত ওলী ছিলেন। তাঁর নানা শায়খ সৈয়দ ইয়াহিয়া নাজ্জার ইরাকের প্রখ্যাত শায়খদের অন্যতম। তিনি শাফেয়ি মতাবলম্বি ছিলেন।

আরিফবিল্লাহ হযরত আবু মুহাম্মদ জিয়াউদ্দিন আহমদ ওয়াতরি মুসেলি রাওজাতুন্নাজেরিন কিতাবে তার বংশ পরম্পর লিখেছেন এভাবে-সৈয়দ আহমদ কবির বিন সৈয়দ আলী বিন হাসান রেফায়া হাশেমী মক্কী আশবিলী(এটি স্পেনের একটি শহরের নাম। সেখানে বসতি স্থাপন করেছেন বলে তিনি ‘আশবিলী’ নামেও পরিচিত) বিন সৈয়দ আহমদ আকবর সালেহ বিন সৈয়দ মুসা ছানী (তাঁর উপনাম আবু ছাজা ও আবুল হাই) বিন সৈয়দ ইব্রাহীম মুরতাজা বিন ইমাম মুসা কাজেম বিন ইমাম জাফর সাদেক বিন ইমাম মুহাম্মদ বাকের বিন ইমাম যায়নুল আবেদীন বিন ইমাম হোসাইন শহীদে কারবালা বিন আমীরুল মুমেনীন সৈয়দুনা আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তায়ালা আনহুম আজমায়ীন। [মাওলানা জাফর আহমদ ওসমানি, আল্-বুনিয়ানুল মুশায়্যাদ, পৃ. ৫]

জন্ম ও জন্মস্থান

হযরত সৈয়দ আহমদ কবীর রেফায়ী রাহমাতুল্লাহি আলায়হি (৫১২-৫৭৮ হি.) ১৫ই রজব, ১১১৮/৫১২ হি. ‘হাসান’ নামক স্থানে জন্মগ্রহণ করেন। [আল্-বুনিয়ানুল মুশায়্যাদ, পৃ. ৫] ইরাকের ‘ওয়াসেত’ এবং মিসরের মধ্যবর্তী স্থান উম্মে আবিদার নিকটে বাতায়েহ নামক স্থানে এ এলাকাটি অবস্থিত। [হেকমতে রেফায়ি, পৃ. ১২] তাঁর জন্মকালে আব্বাসীয় খলিফাগণের মধ্যে খলীফাতুল মুসলেমীন মুস্তারশাদ বিল্লাহ ইরাকের খলিফা ছিলেন। [মাজালিসে রেফায়িয়্যা, পৃ.২১]

ওয়াসেত এলাকাটি ৮৩ হি. মালেক বিন মাওয়ানের গভর্ণর হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি আবাদ করেন আর আবাবাসিয়া খেলাফতের যুগে তা সর্বদিক দিয়ে সমৃদ্ধি লাভ করে। বাদশাহ মামুনুর রশিদ সেখানে তার দৃষ্টিনন্দন রাজপ্রাসাদ গড়ে তোলেন আর তার মন্ত্রীপরিষদ ও ইরাকের ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রাসাদগুলোও সেখানে অবস্থিত ছিলো। তাই ওয়াসেত সকল কিছুর কেন্দ্র পরিণত হয়। পক্ষান্তরে আধ্যাতিœক জগতের শীর্ষ ওলি দরবেশের কেন্দ্রও ছিলো এ ওয়াসেত। শরিয়ত, তরিকত ও মারেফাতের কেন্দ্রভুমি ও অগণিত পীর আওলিয়ার এ পূন্যভূমি ওয়াসেতের এ এলাকাতেই অলিকুল সম্রাট, গাউছে জাওয়াদ, কুতুবুল আকতাব হযরত সৈয়দ আহমদ রেফায়ি রাহমাতুল্লাহি আলায়হি জন্মগ্রহণ করেন। [বাহাউদ্দিন আল হোসাইনি, বাওয়ারেকুল হাকায়েক, পৃ. ২১৯]

…………………….

ড. এ. এস. এম. ইউসুফ জিলানী, ঢাকা।

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a Comment