ইমাম নবভীর অভিমত
ইবনে তাইমিয়ার ফতোয়ায় কালিমার বর্ণনা
মুসলিমশরীফের ভাষ্যকার ইমাম মুহিউদ্দিন নবভী রহমতুল্লাহি আলাইহি স্বীয় ‘আল আযকার’ কিতাবে باب ما يقوله من ايس من حياته অধ্যায়ে মুসলিমশরীফের একটি হাদিস বর্ণনা করেছেন-
عن ابى سعيد الخدرى رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه لقنوا موتاكم لا اله الا الله
অর্থ: হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মুমূর্ষ ব্যক্তিকে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ এই কালিমার তালকীন দাও। অর্থাৎ কালিমা শিক্ষা দাও। (মুসলিম)
উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম নবভী বলেন-
واعلم ان جماعة من اصحابنا قالوا نلقن ونقول لا اله الا الله محمد رسول الله
অর্থ: জেনে রাখুন, আমাদের একটি জামাত বলেছেন, আমরা তালকীন করি এবং এভাবে বলি- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’।
ইবনে তাইমিয়ার ফতোয়ায় কালিমার বর্ণনা
==============
হাফিজ ইবনে তাইমিয়া স্বীয় ‘মাজমুয়ায়ে ফাতোয়া’ গ্রন্থে আবু নাঈম এর دلائل النبوة কিতাবের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন-
عن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم لما اصاب ادم الخطيئة رفع رأسه فقال يارب بحق محمد الاغفرت لى فاحى اليه وما محمد؟ ومن محمد؟ فقال يا رب انك لما اتممت خلقى رفعت رأسى الى عرشك فاذا عليه مكتوب لا اله الا الله محمد رسول الله- فعلمت انه اكرم خلقك عليك- اذ قرنت اسمه مع اسمك- فقال نعم- قد غفرت لك- وهو اخر الانبياء من ذريتك- ولولاه ما خلقتك-
অর্থ: হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যখন আদম আলাইহিস সালাম এর একটি ইজতেহাদি ভুল হয়ে গেল তখন তাঁর মাথা উত্তোলন করে বললেন- হে প্রভূ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাতিরে আমাকে ক্ষমা করুন। তখন তাকে জিজ্ঞাসা করা হল মুহাম্মদ কে? তখন তিনি বললেন- হে প্রভূ যখন আপনি আমার সৃজন শেষ করলেন তখন আমার মস্তক আরশের দিকে উত্তোলন করলাম। সেখানে লিখা দেখতে পেলাম- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’। তখন আমি বুঝতে পারলাম নিশ্চয় তিনি আপনার সবচেয়ে সম্মানী সৃষ্টি। এজন্য তাঁর নাম আপনার নামের সাথে যুক্ত করেছেন। তখন আল্লাহ বললেন- হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তোমাকে ক্ষমা করে দিলাম। তিনি হচ্ছেন তোমার বংশধ্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। যদি তিনি না হতেন তাহলে তোমাকে সৃষ্টি করতাম না।
অতঃপর ইবনে তাইমিয়া বলেন-
فهذا الحديث يؤيد الذى قبله وهما كا لتفسير للاحايث الصحيحة
অর্থ: উক্ত হাদিসটি পূর্ববর্তী হাদিসকে শক্তিশালী করে। এবং উভয় হাদিস সহিহ হাদিসের ব্যাখ্যা স্বরূপ। (মাজমুয়ায়ে ফাতোয়া ২য় খ- ৯৬ পৃষ্ঠা)