কিতাবঃ বাণী চিরন্তনী (পর্ব ৩)

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

৫৩) মুখের সম্মুখে এমন বিদ্যার কথা বলিও না, যাহা সেজন বুঝিতে না পারে, বলিলে সে তােমাকে মূর্খ ও মিথ্যাবাদী ভাবিবে ।
– হযরত আলী (রাঃ)

৫৪) দুষ্টু লােককে তার দুষ্টামিই গ্রাস করবে, আপন পাপ রাশিতেই সে লত বাঁধা পড়বে ।
– হযরত সােলায়মান (আঃ)

৫৫) মানব জীবনের সব চাইতে কৃতিত্ব হইতেছে মুখের ভাষাকে আয়ত্বে রাখিতে সমর্থ হওয়া ।
– ইমাম গাজ্জালী (রহঃ)

৫৬) ক্ষমতা না থাকিলে শত্রুর সম্মুখীন হইও না ।
– হযরত আলী (রাঃ)।

৫৭) যদি কেহ তােমার সম্পর্কে সুধারণা পােষণ করে, তবে তুমি তার সে ‘সু ধারণা যে সত্য তা দেখাতে চেষ্টা কর ।
-হযরত আলী (রাঃ)

৫৮) ব্যক্তিত্ব গঠন এবং মর্যাদা প্রাপ্তির সর্বোত্তম পন্থা হলাে উদারতা ।
– হযরত ইমাম হুসাঈন (রাঃ)

৫৯) নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছু তুচ্ছজ্ঞান করার নামই আত্মপ্রশান্তি (স্বার্থপরতা) এবং ইহা  একটি মারাত্মক চারিত্রিক দোষ।
-ইমাম গাজ্জালী (রহঃ)

৬০) সৎ কাজ, সৎ ব্যবহার এবং সৎ স্বভাব মানুষকে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করে কিন্তু অন্যায় মানুষকে চরম মানহানি করে।
– হযরত সােলায়মান (আঃ)

৬১) যে ব্যক্তি হালাল পথে রােজগার করে সেই প্রকৃত মুসলমান।
– হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)

৬২) যে আমার একটি ভুল আমাকে উপহার দেয় আল্লাহ তার উপর করুণা করুন।
– হযরত ওমর (রাঃ)

৬৩) যে ব্যক্তি অপরের দোষের কথা তােমার নিকট প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অপরের নিকট প্রকাশ করে থাকে।
– হযরত হাছান বসরী (রাঃ)

৬৪) উচ্চাকাঙ্খা এমন এক বাহন যাতে আরোহণ করার পরিণাম সীমাহীন ক্লান্তি ছাড়া আর কিছুই নয় । লােভ-লালসা, অহংকার এবং পরশ্রীকাতরতা মানুষকে অসীম পাপের পথে ঠেলে দেয়। যারা জানে সাফল্য কামনা করে, তাদেরকে উপরােক্ত বিষয় গুলির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে ।
– হযরত আলী (রাঃ)

৬৫) অসৎ লােকের ধন-দৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদ-আপদের কারণ হয়ে দাঁড়ায়।
– হযরত আলী (রাঃ)

৬৬) জ্ঞানী লােক অন্যের কাছ থেকে উপদেশ লাভ করে এবং নিজেকে উপদেশ দানের পাত্র বলে মনে করে না।
– হযরত আলী (রাঃ)

৬৭) পরশ্রীকাতর এবং লােভী ব্যক্তি কখনাে শান্তি লাভ করে না।
– রাবেয়া বসরী (রাঃ)

৬৮) ভদ্র লােক মানে সদাশয় ব্যক্তি যিনি দয়ালু, নিজের উন্নতির সাথে। সেই সাথে পরের সুখ ও মঙ্গল কামনা করেন, তিনিই প্রকৃত ভদ্রলােক।
– হযরত শেখ সাদী (রহঃ)

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments