মুজরিয়া ফিরকা
ইমাম আবুল ফাতাহ মুহাম্মদ ইবনে আবদিল করিম শাহরাস্তানী রাহমাতুল্লাহি আলাইহি, (ওফাত ৫৪৭ হিজরী) এ ফিরকাকে খারেজীদের অন্তর্ভুক্ত বলেছেন। আবার তাদের সাথে মুতাযিলাদের সাথেও মিল রয়েছে। এ দলটির অন্যতম ভ্রান্ত আকীদা হলো, সকল কাজ আল্লাহ কর্তৃক নির্ধারিত। কর্মক্ষেত্রে বান্দার কোন প্রকার ইখতিয়ার বা ইচ্ছা শক্তির অবকাশ নেই। ঈমান থাকলে কোন প্রকার গুনাহ ক্ষতিকারক নয়, যেমনি ভাবে কুফরের সাথে পূণ্য উপকারী নয়। (মিরকাত শরহে মিশকাত)।
তাদের এ ভ্রান্তমতবাদ মুসলমানকে পাপাচারে উৎসাহিত করে। কারণ ঈমান থাকলে গুণাহ করলেও কোন প্রকার ক্ষতি হবে না তাদের মতে। অনুরূপভাবে, কর্মক্ষেত্রে বান্দার কোন প্রকার ইখতিয়ার বা স্বাধীনতা নেই। সুতরাং যতো জঘন্য পাপই করুক না কেন তাতো আল্লাহর ইচ্ছায় হয়েছে। এতে বান্দার অপরাধ কি? এ দলটি সম্পর্কেও হুুযুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যা ক্বদরীয়া ফিরকার বর্ণনায় উল্লেখিত হাদিসে আলোচিত হয়েছে।





Users Today : 201
Users Yesterday : 767
This Month : 14623
This Year : 186494
Total Users : 302357
Views Today : 4967
Total views : 3581711